পান্ডবেশ্বরের বিধায়কের বিরুদ্ধে টাকা বিলি করার অভিযোগ বিরোধী দলনেতার
লোকসভা নির্বাচন এগিয়ে আসতেই শুরু হয়েছে টাকার খেলা অভিযোগ বিরোধীদের। রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মঙ্গলবার তার এক্স একাউন্ট থেকে একটি ভিডিও পোস্ট করেছেন।
https://twitter.com/SuvenduWB/status/1770306981712253279
সেই ভিডিওতে দেখা যাচ্ছে পাণ্ডবেশ্বরের তৃণমূল কংগ্রেসের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী একটি ধর্মীয় অনুষ্ঠানের পৌঁছে সেখানে উপস্থিত জনতার মধ্যে টাকা বিলি করছেন। এই ঘটনাকে আদর্শ আচরণবিধির পরিপন্থী বলে এক্স একাউন্ট থেকে পোস্ট করেছেন এবং নির্বাচন কমিশনকে ওই বিধায়কের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার আর্জি জানিয়েছেন বিরোধী দলনেতা। জানা গেছে মঙ্গলবার কুলটির ডিসেরগড়ে পির বাবার একটি মাজারে উরুষ উৎসবে গিয়েছিলেন বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী। সেখানে তিনি চাদরও চড়ান। এরপরই দেখা যায় মাজার চত্বরে থাকা মানুষদের মধ্যে নরেন্দ্রনাথ চক্রবর্তী টাকা বিলি করছেন। আর বিধায়কের ছবি টাকা বিলানোর ছবি ফেসবুকে ভাইরাল হয়ে যায় মুহূর্তে।
এই ঘটনায় বিরোধীরা অভিযোগ করছে মডেল কোড অফ কন্ডাক্ট ভেঙে টাকা দিয়ে মানুষকে প্রভাবিত করার চেষ্টা করছে বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী। যদিও বিধায়ক এ বিষয়ে কোনো মন্তব্য করতে চাননি। বিষয়টি নিয়ে ইতিমধ্যেই সরব হয়েছে বিজেপি এবং কংগ্রেসের জেলা নেতৃত্ব। অবিলম্বে তারা নির্বাচন কমিশনের কাছে দাবি তুলেছেন বিধায়কের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হোক।