নিউজ ডেস্ক: সামনেই লোকসভা নির্বাচন। আর ভোটের মুখেই ফের উত্তপ্ত দিনহাটা। মঙ্গলবার তৃণমূল-বিজেপি সংঘর্ষে রণক্ষেত্রের পরিস্থিতি তৈরি হল কোচবিহারের দিনহাটায়। বুধবার দুপুরেই দিনহাটায় যাচ্ছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। সংঘর্ষের ঘটনায় একে অন্যের ঘাড়ে দায় চাপিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী তথা কোচবিহারের বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিক এবং রাজ্যের উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। স্থানীয় সূত্রে জানা গেছে, রাজনৈতিক সংঘর্ষে গুরুতর জখম হয়েছেন দুপক্ষের বেশ কয়েকজন কর্মী। পরিস্থিতি সামাল দিতে সংঘর্ষ থামাতে গিয়ে মাথা ফাটে দিনহাটার এসডিপিও-র।
উল্লেখ্য তৃণমূল ও বিজেপির সংঘর্ষের ঘটনায় রাজ্যের পুলিশ প্রধান তথা ডিজির কাছে ইতিমধ্যেই রিপোর্ট তলব করেছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। এবার রাজভবন সূত্রে জানা গেল, পূর্ব নির্ধারিত কর্মসূচি বাতিল করে বুধবার দুপুরেই দিনহাটা যাবেন তিনি। সাড়ে ১১ টা নাগাদ রাজভবন থেকে বেরিয়ে বিমানবন্দরে যাবেন বোস। বিমানে বাগডোগরা পৌঁছে সেখান থেকে গাড়িতে যাবেন দিনহাটা।
জানা গিয়েছে, মঙ্গলবার দিনহাটা নগর নিগম এলাকায় লোকসভা নির্বাচনের প্রচার ঘিরে এদিন সংঘর্ষ বাধে। দলীয় কর্মসূচি সেরে বাড়ি ফেরার সময় কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথের নিরাপত্তারক্ষীদের সঙ্গে হাতাহাতি হয় তৃণমূল কর্মী-সমর্থকদের। জানা গিয়েছে, এদিন নিবেননগর থেকে প্রচার সেরে ব্যাটাগুড়ি ফিরছিলেন কোচবিহারে বিজেপি-র প্রার্থী। সেই সময় দিনহাটায় উদয়নের জন্মদিনের উৎসব চলছিল। অভিযোগ, নিশীথের কনভয় থেকে তৃমমূল কর্মীদের উপর হামলা চালানো হয়, তাতেই উত্তেজনা ছড়িয়ে পড়ে।
পরিস্থিতি সামলাতে গিয়ে দিনহাটার মহকুমা পুলিশ আধিকারিক ধীমান মিত্র-সহ আহত হয় অনেকে। ঘটনার পরেই আহতদের দিনহাটা মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
উল্লেখ্য এর মধ্যেই পরিস্থিতি এতটাই ঘোরালো যে তৃণমূলের তরফে বুধবার ২৪ ঘন্টার বন্ধ ডাকা হয়েছে। যাকে ঘিরে থমথমে গোটা দিনহাটা।