লোকসভা ভোট পর্যন্ত সুপ্রিম কোর্টে স্বস্তি অভিষেকের। আপাতত অভিষেক কে দিল্লিতে তলব করতে পারবে না ইডি।ভোট শেষ হওয়ার আগে অভিষেককে দিল্লিতে ডেকে পাঠানো যাবে না, জানিয়ে দিলে সুপ্রিম কোর্ট।সুপ্রিম কোর্টে এই মামলার পরবর্তী শুনানি ১০ জুলাই।
তাই আগামী ১০ জুলাই পর্যন্ত অভিষেক ব্যানার্জি ও তার স্ত্রী রুজিরা বন্দোপাধ্যায়কে যেন তলব করা না হয়, নির্দেশ দেশের শীর্ষ আদালতের । কয়লা দুর্নীতি মামলায় ইডির সমনের বিরুদ্ধে আদালতের দ্বাদস্ত হয়েছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়। বুধবার সেই মামলার শুনানিতে সুপ্রিম কোর্ট রায় দেয়।