প্রচার সেরে বাড়ি ফিরছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তথা কোচবিহার জেলার বিজেপি প্রার্থী
নিশীথ প্রামাণিক। সেই সময় তার উপর কর্মী সমর্থকদের নিয়ে তেড়েযান উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। এর পর দুই পক্ষের
এবং তাঁদের নিরাপত্তারক্ষীদের মধ্যে শুরু হয়ে যায় ধস্তাধস্তি। মাথা ফাটে এক যুবকের।
এমনটাই অভিযোগ উঠল মঙ্গলবার। রাত আনুমানিক
দশটা নাগাদ এই ঘটনাটি ঘটেছে বলে অভিযোগ।
স্থানীয় সূত্রে খবর একটি ব্যক্তিগত অনুষ্ঠানে
যোগ দিতে সাহেবগঞ্জ রোডে দিনহাটার পৌর প্রধান গৌরী শংকর মহেশ্বরীর বাড়িতে
গিয়েছিলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী। অভিযোগ অনুযায়ী অনুষ্ঠান শেষ করে তিনি
গাড়িতে উঠে বাড়ির দিকে আসার সময় বিপরীত দিক থেকে আসছিল বিজেপি প্রার্থীর কনভয়।
কনভয় লক্ষ্য করে জয় বাংলা স্লোগান দেয় তার গাড়িতে থাকা কয়েকজন তৃণমূল কংগ্রেস
কর্মী। দাঁড়িয়ে যান নিশীথ প্রামাণিক ও তার সঙ্গীরা। কনভয় থামিয়ে কেন্দ্রীয় বাহিনীর সামনেই উদয়ন গুহ তেড়ে যান দলবল নিয়ে এমনটাই অভিযোগ করেছেন
নিশীথ। এর পর শুরু হয়ে যায় ধস্তাধস্তি। কর্মী সমর্থকরাও হাতাহাতিতে
জড়িয়ে পড়ে বলে অভিযোগ উঠছে। ঘটনায় তিনজন তৃণমূল কংগ্রেস কর্মী
গুরুতর আহত অবস্থায় দিনহাটা হাসপাতালে ভর্তি। এই ধুন্ধুমার
ঘটনায় আবার খবরের শিরোনামে দিনহাটা। লোকসভা নির্বাচনে শুরুতেই উদয়ন গুহর সাথে
বিভিন্ন বাক বিতন্ডায় জড়িয়ে ছিলেন নিশীথ। আক্রমণ পাল্টা আক্রমণে উত্তপ্ত
হয়েছিল দিনহাটার বিভিন্ন এলাকা। আজ মুখোমুখি সংঘর্ষে মূলত কাঠগড়ায় তৃণমূল
কংগ্রেস। এদিনের ঘটনারজন্য
উদয়ন গুহকেই দায়ী করেছেন নিশীথ। তার অভিযোগ এলাকায় তৃণমূলের ভরাডুবি হবে বুঝে লোকসভা নির্বাচনের আগে উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি করা হচ্ছে। যাতে পুলিশকে
চাপ দিয়ে মামলা মোকদ্দমায় জড়িয়ে দেওয়া হয়। এই ঘটনার পর থেকেই দিনহাটায়
মোতায়েন বিরাট পুলিশ বাহিনী। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে।