নিউজ ডেস্ক: ২০২৪ লোকসভা ভোটের মনোনয়ন শুরু বুধবার থেকেই। কিন্তু এখনও বাংলায় বিজেপির বাকি ২৩ আসনে প্রার্থীদের নাম ঘোষণা অনিশ্চিত। তবে যেহেতু বুধবার থেকে প্রথম দফার মনোনয়ন শুরু হচ্ছে তাই দ্রুত জলপাইগুড়ি ও রায়গঞ্জের প্রার্থীদের নাম ঘোষণা হতে পারে। বিজেপির বাকি আসনে প্রধানমন্ত্রী দক্ষিণ ভারত সফর সেরে ফেরার পরই জাতীয় নির্বাচন কমিটির বৈঠকে নাম চূড়ান্ত হবে বলে সূত্রের খবর।
যদিও ২৩ আসনে প্রার্থীদের নামের পাশে সিলমোহর দিতে সোমবার রাতে বঙ্গ বিজেপির কোর কমিটির সঙ্গে দীর্ঘক্ষণ বৈঠক করেন অমিত শাহরা। কিন্তু বৈঠকেই একাধিক আসনে প্রার্থীদের নাম নিয়ে বঙ্গ নেতারা ঐক্যমত্যে পৌঁছতে না পারায় তালিকা চূড়ান্ত হয়নি বলে সূত্রের খবর। সূত্র মারফত জানা গেছে দার্জিলিং, রায়গঞ্জ, দমদম, ডায়মন্ড হারবার, মেদিনীপুর ও আসানসোলে প্রার্থী কে হবে তা নিয়ে সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব দলের জাতীয় নির্বাচন কমিটির ওপর ছেড়ে দিয়েছেন তাঁরা।
উল্লেখ্য নির্বাচনী নির্ঘণ্ট ঘোষণা করে দিয়েছে জতীয় নির্বাচন কমিশন। একইসঙ্গে চলছে বিভিন্ন দলের প্রার্থী তালিকা ঘোষণার পর্বও। বিভিন্ন কেন্দ্রে প্রচার শুরু করে দিয়েছে প্রার্থীরা। রীতিমতো ঝড় উঠেছে প্রচারের ময়দানে। ইতিমধ্যেই রাজ্যের ৪২ কেন্দ্রেই প্রার্থী দিয়ে দিয়েছে শাসকদল তৃণমূল কংগ্রেস। তবে প্রধান বিরোধী দল বিজেপির এখনও রাজ্যের ২৩ কেন্দ্রে প্রার্থী দেওয়া বাকি রয়েছে। প্রার্থী তালিকা ঘোষণায় এখনও এত দেরি হচ্ছে কেন, সেই প্রশ্ন উঠতে শুরু করেছে বিভিন্নমহলে। তবে সূত্র মারফত জানা গেছে শুক্রবার বিকেলের মধ্যে হয়ত গেরুয়া শিবির তাদের অবশিষ্ট প্রার্থী তালিকা প্রকাশ করবে।