নাতির জন্মদিনের পরই অসুস্থ হয়ে পড়েন বিখ্যাত অভিনেতা সব্যসাচী চক্রবর্তী । ইতিমধ্যেই তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। শোনা যাচ্ছে পেসমেকার বসানো হতে পারে বুধবার। কিন্তু পুরো বিষয়টিই আপাতত পরিবারের তরফে গোপন রাখা হয়েছে।যদিও অভিনেতার শারীরিক অবস্থা এখন স্থিতিশীল। চিকিৎসকদের তত্বাবধানে রয়েছেন তিনি।
জানা গিয়েছে, মঙ্গলবার রাতে বুকে ব্যথা হয় তারকার। সঙ্গে সঙ্গে তাঁকে বাইপাসের বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। স্বামীর হাসপাতালে ভর্তির খবরে শিলমোহর দিয়েছেন স্ত্রী মিঠু।
হাসপাতাল সূত্রে খবর, ফেলুদার হার্টে ব্লক রয়েছে। সেই কারণে আপাতত টেম্পোরারি পেসমেকার বসাতে হবে। তবে পরে পারমানেন্ট পেসমেকার বসাতে হবে। যদিও পরিস্থিতি এখন অনেকটা সামলানো গিয়েছে। ফেলুদার অসুস্থতার খবরে স্ববাবতই বেশ চিন্তিত টলিপাড়া ও তাঁর ভক্তরা।