নিউজ ডেস্ক: এপ্রিল মাস থেকেই শুরু হয়ে যাবে ২০২৪ এর লোকসভা নির্বাচন। আর গনতন্ত্রের চতুর্থ স্তম্ভের কাণ্ডারি হিসেবে সাংবাদিকদের ভোটের সময় থাকে বিরাট দায়িত্ব। ভোটের দিন টানা কভারেজে ব্যস্ত থাকেন সাংবাদিকরা। আর সেই কারণে অনেক সময় তাঁদের নিজের বুথে গিয়ে ভোট দেওয়ার সুযোগ হয়ে ওঠে না। অর্থাৎ ভোটদান থেকে বঞ্চিত রয়ে যান অসংখ্য সাংবাদিক। কারণ কাজের ফাঁকে ভোট দিতে যাওয়ার সুযোগ মেলে না অনেক সময়। তাই এবার সাংবাদিকদের ভোটাধিকার প্রয়োগে বিশেষ সুবিধা এনেছে নির্বাচন কমিশন। ননস্টপ কভারেজে ব্যাস্ত সাংবাদিকরাও এবার ভোট দিতে পারবেন।
লোকসভা এবং রাজ্য নির্বাচনের ঘোষণার সময় সাংবাদিক সম্মেলনে নির্বাচন কমিশনের প্রতিশ্রুতি অনুসারে, কমিশন ‘প্রয়োজনীয় পরিষেবা বিভাগের’ অধীনে ‘গণমাধ্যম ব্যক্তিদের’ অবহিত করেছে। দিল্লিতে মিডিয়া ব্যক্তিরা যারা ভোটের দিনে কভারেজের জন্য কমিশন দ্বারা অনুমোদিত তারা পোস্টাল ব্যালটের মাধ্যমে তাদের ভোট দেওয়ার বিকল্পটি পেতে পারেন।
মিডিয়া ব্যক্তিরা একটি সংসদীয় নির্বাচনী এলাকার নিজ নিজ ডিইও/আরওর অফিস থেকে ফর্ম ১২ ডি সংগ্রহ করতে পারেন যেখানে তারা ভোটার হিসাবে নিবন্ধিত। এছাড়াও তারা সংশ্লিষ্ট সিইও/ডিইও-এর ওয়েবসাইট থেকে ফর্ম ১২ ডি ডাউনলোড করতে পারেন।
কমিশন সবসময়ই অবাধ, সুষ্ঠু ও স্বচ্ছ নির্বাচন পরিচালনায় গণমাধ্যমকে গুরুত্বপূর্ণ সহযোগী হিসেবে বিবেচনা করেছে। এই উদ্যোগ গণতন্ত্রের উৎসবে গণমাধ্যমকর্মীদের অংশগ্রহণকে সহজতর করবে। নির্বাচনের দিন তারা যেখান থেকে রিপোর্ট করতে চান সেখান থেকে রিপোর্ট করতে পারবে এবং একই সঙ্গে ভোটও দিতে পারবেন।