নিউজ ডেস্ক: পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতে দিনহাটা পৌঁছলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। লোকসভা নির্বাচনের প্রচার ঘিরে মঙ্গলবার সন্ধ্যায় কেন্দ্রীয় রাজ্য মন্ত্রী নিশিত প্রামাণিক এবং রাজ্যের মন্ত্রী উদয়ন গুহের সমর্থকদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ঘটনার পরের দিনই ঘটনাস্থল পরিদর্শন করতে এবং আহত দের সাথে দেখা করতে দিনহাটা পৌঁছলেন রাজ্যপাল।
ঘটনাস্থলে পৌছনোর আগে কলকাতা বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যপাল জানান,”উত্তরবঙ্গের আবহাওয়া কেমন তা দেখার চেষ্টা করছি। গতকালের ঘটনা দেখার পর মনে হয়েছে সেখানে রাজনৈতিক পরিবেশ ভালো নয়, আমি সেটাও দেখতে যাচ্ছি। নির্বাচন কমিশনের কাজে হস্তক্ষেপ করব না। আমি ডিজিপির কাছে রিপোর্ট চেয়েছি। রিপোর্টের জন্য অপেক্ষা করছি।”
এরপাশাপাশি এদিন রাজ্যপাল আরও বলেন, নির্বাচনের সময় তিনি কোনোরকম হিংসা হতে দেবেন না। গত পঞ্চায়েত নির্বাচনের সময় যে হিংসা হয়েছিল সেটা আবার কাম্য নয়। স্পষ্ট ভাষায় তিনি জানান,”যেখানেই হিংসা হবে আমি মাঠে থাকব। আমরা অবাধ ও সুষ্ঠু নির্বাচন চাই।”