নিউজ ডেস্ক: সম্প্রতি ঘোষণা হয়েছে ২০২৪ লোকসভা ভোটের নির্ঘণ্ট। এবার ৭ দফায় ভোট রাজ্যে। আর নির্বাচনের ফল প্রকাশ ৪ জুন। তবে ৭ দফার ভোট আর ভোটের ফল প্রকাশের তারিখ কাকতালীয় ভাবে এক মজার তথ্য সামনে এনেছে।
শুধুই কি কাকতালীয় ৫৬? ভালো করে খেয়াল করলে দেখা যাবে ভোটের যে নির্ঘণ্ট প্রকাশ পেয়েছে তাতে তারিখ গুলো কোনো না কোনো ভাবে গণনা করলে শেষে সেই উত্তর আসবে ৫৬। নীচে বিষয়টি ব্যাখ্যা করে দেখানো হল-
প্রথম দফা-
১৯-০৪-২৪
(১+৯)×০৪×২+০-২৪ = ৫৬
দ্বিতীয় দফা-
২৬-০৪-২০২৪
২৬+০৪+২+০+২৪ = ৫৬
তৃতীয় দফা-
০৭-০৫-২০২৪
০৭+০৫+২০+২৪ = ৫৬
চতুর্থ দফা-
১৩-০৫-২০২৪
((১+(৩×(০+৫)))×২)+০+২৪ = ৫৬
পঞ্চম দফা-
২০-০৫-২০২৪
(২০×০৫)-২০-২৪= ৫৬
ষষ্ট দফা-
২৫-০৫-২০২৪
২৫+০৫+২+০+২৪ = ৫৬
সপ্তম দফা-
০১-০৬-২০২৪
(০১×০৬×২০÷২)-২ = ৫৬
ফল প্রকাশের তারিখ-
০৪-০৬-২০২৪
(০৪×০৬×২)+০+(২×৪) = ৫৬
সাধারণত ৫৬ ইঞ্চি বুকের ছাতিকে সাহসিকতার পরিচয় হিসেবেই দেখা হয়৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সম্পর্কে সে উপমা বারবারই ফিরে এসেছে বিভিন্ন সময়ে৷ বিশেষত সার্জিক্যাল স্ট্রাইক বা নোটবন্দির মতো বলিষ্ঠ সিদ্ধান্ত তিনি যেভাবে নিয়েছেন, তাতে তাঁর সাহসিকতার প্রশংসা করতে পরিচিত এই রূপকটিকেই বিভিন্ন সময়ে ফিরিয়ে এনেছেন নেতা-মন্ত্রীরা৷ আর কাকতালীয় ভাবে হলেও এবার সেই ৫৬ সংখ্যাই ঘুরপাক খাচ্ছে ভোটের নির্ঘণ্টে।
তবে কি কাকতালীয় ভাবে এই ৫৬ সংখ্যা বিরোধী দলের জয়ের দিকেই ইঙ্গিত দিচ্ছে?