নিউজ ডেস্ক : ভোটের (Loksabha Election 2024) মুখে পোস্টার-ব্যানার-হোর্ডিং নিয়ে কড়া কমিশন। বেঁধে দিল ডেডলাইন(deadline)। বিমানবন্দর জাতীয় সড়ক থেকে হোর্ডিং সরানোর নির্দেশ। একই সঙ্গে রেলস্টেশন বাস স্ট্যান্ড থেকেও হোর্ডিং সরানোর নির্দেশ দিল নির্বাচন কমিশন।
আদর্শ আচরণবিধি বলবৎ হওয়ার পরেও সরানো হয়নি বা অনুমোদিত নয় রাজনৈতিক দলের এমন পোস্টার, ব্যানার, হোর্ডিং, দেওয়াল লিখন রয়েছে এমন জায়গায় কড়া ব্যবস্থা কমিশনের। তাই পোস্টার ব্যানার ও হোডিং নিয়ে ভোটের আগেই এবার কড়া পদক্ষেপ নিল প্রশাসন। অতিরিক্ত আর সময় নয় দ্রুত কাজ শেষ করতে হবে। রাজ্যের মুখ্য সচিব এবং মুখ্য নির্বাচনী আধিকারিককে এমনই নির্দেশ প্রশাসন তরফে।বৃহস্পতিবার বিকেল পাঁচটার মধ্যে রিপোর্ট পাঠানোর নির্দেশ আধিকারিককে।
প্রসঙ্গত, এক চিঠিতে কমিশন বলেছে, দেশের বহু জায়গায় এখনও অনুমোদনহীন রাজনৈতিক বিজ্ঞাপন দেখা যাচ্ছে বলে তাদের কাছে বিভিন্ন মহল থেকে অভিযোগ আসছে। নির্দেশ অমান্য করাকে কমিশন, গুরুতর বিষয় হিসেবে দেখছে বলেও চিঠিতে উল্লেখ করা হয়েছে।
Tags: election commissionLoksabha Election 2024mamata banerjee