ভোটের আগে এবার জেলাশাসক বদল কমিশনের। ভোটের আগে এক সঙ্গে ৪ ডিএমকে বদলি। পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, পূর্ব বর্ধমান, বীরভূমের জেলাশাসক বদল। বীরভূমের জেলাশাসক ছিলেন পূর্ণেন্দু মাজি। পূর্ব বর্ধমানের জেলাশাসক পদে ছিলেন বিধান রায়। ঝাড়গ্রামের ডিএম ছিলেন সুনীল আগরওয়াল এবং পূর্ব মেদিনীপুরের জেলাশাসক পদে ছিলেন তনভির আফজল। নির্বাচন কমিশন এই চারজনকে বদলির বিজ্ঞপ্তি জারি করেছে।
রাজ্য পুলিশের ডিজির পর এবার একসঙ্গে ৪ ডিএমকে বদলি নির্বাচন কমিশনের। পাশাপাশি গুজরাট, পাঞ্জাব, ওড়িশাতেও ডিএম, এসপি বদলের নির্দেশ নির্বাচন কমিশনের।
প্রসঙ্গত কদিন আগেই গত ১৮ মার্চ রাজীব কুমারকে সরিয়ে রাজ্যের ডিজিপি করা হয়েছিল বিবেক সহায়কে। পরদিন, ১৯ মার্চেই তাঁকেও সরিয়ে দেওয়া হয়। বদলে বাংলার নয়া ডিজিপি হন আইপিএস সঞ্জয় মুখোপাধ্যায়। আর এবার কদিনের ব্যবধানের মধ্যেই এক সঙ্গে ৪ ডিএম এর বদলির নির্দেশ।