নিউজ ডেস্ক : সকাল থেকে মেঘলা আকাশ,কোথাও হয়তো রোদের দেখা মিলেছে,তবে রোদের তেজ সেরম অনুভুত হচ্ছে না। বুধবারের পর বৃহস্পতিবার সকাল থেকেই শহর কলকাতার পাশাপাশি একাধিক জেলায় আংশিক মেঘলা আকাশ। আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে দুর্যোগ চলতে পারে আগামী শনিবার পর্যন্ত। বৃহস্পতিবারেও রাজ্যের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া দফতরের। বৃষ্টির প্রভাবে আরও কমতে পারে তাপমাত্রা। আপাতত, উত্তর ও দক্ষিনবঙ্গে দুর্যোগের সম্ভাবনা প্রবল। বৃষ্টির সঙ্গে বেশ কয়েকটি জেলায় ঝোড়ো হাওয়া বইতে পারে।
উত্তরবঙ্গে শনিবার ভারী বৃষ্টির সম্ভাবনা। বৃষ্টির পূর্বাভাস রয়েছে জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ার জেলায়। পাশাপাশি হালকা ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি হবে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে। উত্তরের এই পাঁচ জেলায় আগামী তিন-চার দিন বৃষ্টির সম্ভবনা রয়েছে।
অন্যদিকে দক্ষিণবঙ্গে হালকা বৃষ্টি ও বিক্ষিপ্তভাবে হওয়ার পূর্বাভাস আগামী ২৪ ঘণ্টায়। শুক্রবার থেকে আবহাওয়ার পুরোপুরি উন্নতি হবে দক্ষিণবঙ্গে এমনটাই জানিয়েছে আবহাওয়া দফতর। তবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে শুক্রবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের উপকূলের দুই জেলা পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনায় বৃষ্টির পাশাপাশি ঝোড়ো হাওয়ার দাপট থাকতে পারে। এছাড়াও এদিন মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূমে বৃষ্টি হতে পারে। ফলে টানা বৃষ্টির জেরেই তাপমাত্রাও কিছুটা কমবে।
পাশাপাশি বুধবারের পর বৃহস্পতিবার সকাল থেকেই শহর কলকাতার পাশাপাশি একাধিক জেলায় আংশিক মেঘলা আকাশ রয়েছে। আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে বিক্ষিপ্ত ভাবে বৃষ্টি চলতে পারে আগামী শনিবার পর্যন্ত। তবে রাতের বৃষ্টিতে কলকাতায় তাপমাত্রা নেমেছে ৫ ডিগ্রি সেলসিয়াস। দিনের তাপমাত্রা ১৩ ডিগ্রি সেলসিয়াসে নেমে গিয়েছে। কলকাতায় বৃহস্পতিবার সকালে সর্বনিম্ন তাপমাত্রা ১৮.২ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিক তাপমাত্রার থেকে যা ৫ ডিগ্রি সেলসিয়াস কম। আগামী ২৪ ঘণ্টায় কলকাতা শহরে তাপমাত্রা থাকবে ১৮ থেকে ২৬ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। শুক্রবার থেকে আবার বাড়বে রাতের তাপমাত্রা।