নিউজ ডেস্ক: লোকসভা ভোট যত এগিয়ে আসছে তৃণমূলে ক্ষুব্ধ, অভিমানীর সংখ্যাও বাড়ছে। সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, সুনীল মণ্ডল, শান্তনু সেন, হুমায়ুন কবীর এর পর এবার দলের সিদ্ধান্তে অভিমানী মৌসম বেনজির নুর।
সম্প্রতি ১০ মার্চ ব্রিগেডের জন সভায় একসাথে ৪২টি আসনে প্রার্থী তালিকা প্রকাশ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্ধ্যোপাধ্যায়। কিন্তু সেই প্রার্থী তালিকায় নাম ছিলনা মালদা(Malda) উত্তরের দুবারের প্রাক্তন সাংসদ মৌসম বেনজির নুরের। তাই এবার সেই প্রার্থী তালিকা প্রকাশের ১০ দিন পর মুখ খুললেন মৌসম বেনজির নুর।
টিকিট না পাওয়ায় ,সাংসদ বললেন, টিকিট-প্রত্যাশী ছিলেন তিনি। ভোটে জয় নিয়েও ছিলেন আশাবাদী। ২০১৯-এর লোকসভা ভোটে একই পরিবার থেকে ২ জন প্রার্থী হওয়ায় ভোট ভাগাভাগিতে হেরে যান বলে দাবি মৌসমের।
তবে প্রার্থী না হতে পারলেও দলের প্রতি ক্ষুব্ধ নন তিনি, বরং দলের এই সিদ্ধান্তে কিছুটা অভিমানী তিনি। দলের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে আসন্ন ভোটে একজন সৈনিক হিসেবে লড়াই করবেন বলে জানান মৌসম।
উল্লেখ্য আসন্ন লোকসভা ভোটে প্রাক্তন আইপিএস প্রসূন বন্দ্যোপাধ্যায়কে মালদা উত্তর কেন্দ্রে দাঁড় করিয়েছে তৃণমূল। সেই কেন্দ্র থেকেই টিকিট পাওয়ার আশা ছিল মৌসমের। বিজেপিকে পরাজিত করার ইচ্ছা ছিল তাঁর।