নিউজ ডেস্ক: ভোট ময়দানে লড়তে বহরমপুরে প্রথম বার পা রাখতে চলেছেন ইউসুফ পাঠান। ২০২৪ লোকসভা নির্বাচনে বহরমপুর থেকে তৃণমূল প্রার্থী হয়ে লড়বেন ভারতের জোড়া বিশ্বকাপজয়ী ইউসুফ পাঠান। বৃহস্পতিবার দুপুর ১টায় বহরমপুরে প্রচার শুরু করে রাজনীতির ময়দানে ডেবিউ করতে চলেছেন প্রাক্তন ক্রিকেটার ইউসুফ পাঠান।
বুধবার রাতেই কলকাতার মাটিতে পা রেখেছেন এই প্রাক্তন ক্রিকেটার। বৃহস্পতিবার কলকাতা থেকে বহরমপুরে পৌঁছনোর কথা তার। মুর্শিদাবাদ পৌঁছনোর পর দিনভর ঠাসা কর্মসূচি রয়েছে ইউসুফের। তৃণমূল সূত্রে খবর, বৃহস্পতিবার দুপুরে বহরমপুরে মুর্শিদাবাদ জেলা তৃণমূল নির্বাচনী কার্যালয়ে পৌঁছবেন ইউসুফ। সেখান থেকেই আনুষ্ঠানিক ভাবে লোকসভা ভোটের প্রচারের সূচনা করবেন তিনি।
তার পর জেলা নেতৃত্বের সঙ্গে নির্বাচনী প্রচারের কৌশল নিয়ে বৈঠকও করবেন। এরপর দুপুর ৩টেয় সাংবাদিকদের মুখোমুখি হবেন। এদিন বহরমপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত দুটি বিধানসভা এলাকায় তৃণমূলের যোগদান কর্মসূচিতে অংশ নিতে পারেন তিনি এমনটাই সূত্র মারফত জানা গেছে।
অন্যদিকে ইউসুফকে দেখতে সকাল থেকেই ভিড় জমতে শুরু করেছে বহরমপুরের তৃণমূলের পার্টি অফিসে। তাঁকে স্বাগত জানানোর জন্য বড় জমায়েতের শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত জেলা তৃণমূল নেতৃত্ব।
উল্লেখ্য সম্ভবত এবারও লোকসভা ভোটে বহরমপুরে কংগ্রেসের প্রার্থী হচ্ছেন অধীর চৌধুরী। তভে কি এবার এই বর্ষীয়ান নেতার বিরুদ্ধেই ভোট ময়দানে লড়বেন প্রাক্তন ক্রিকেটার ইউসুফ পাঠান?