নিউজ ডেস্ক: ভোটের দুমাস আগে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করা হচ্ছে, যেন কংগ্রেস লড়তে না পারে-অ্যাকাউন্ট ফ্রিজ(Account Freezing ) প্রসঙ্গে এবার সবর হলেন প্রাক্তন কংগ্রেস সভানেত্রী। সোনিয়া গান্ধীর(Sonia Gandhi) তোপ, দেশে গণতন্ত্র নেই, সেজন্যই নির্বাচনের দুমাস আগে কংগ্রেসের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করে দেওয়া হয়েছে যেন নির্বাচনী লড়াইয়ে হাত শিবির নামতেই না পারে।
এ বিষয়ে কেন্দ্রের দিকে নিশানা করে সোনিয়া আরও জানিয়েছেন, “সুদক্ষভাবে কংগ্রেসকে শেষ করে দেওয়ার জন্যই এই পরিকল্পনা করছেন প্রধানমন্ত্রী । ২০ শতাংশ ভারতীয় আমাদের ভোট দেয়, কিন্তু আমরা কানাকড়ি খরচ করতে পারছি না। সাত বছর আগে ১৪ লাখ নগদের জন্য ২১০ কোটি জরিমানা। অথচ নিয়ম বলে, সর্ব্বোচ ১০ হাজার জরিমানা হতে পারে।” তবে সোনিয়া জানিয়েছেন, প্রবল চাপের মধ্যেও কংগ্রেস নির্বাচনী কার্যকলাপ চালিয়ে যাওয়ার চেষ্টা করবে।
উল্লেখ্য, গত ১৬ ফেব্রুয়ারি কংগ্রেসের (Congress) প্রধান ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করে দেয় আয়কর বিভাগ। এর পর গত ২১ ফেব্রুয়ারি কংগ্রেসের কোষাধ্যক্ষ অজয় মাকেন (Ajay Maken) অভিযোগ করেন, আয়কর দপ্তর (IT) নিয়ম-বহির্ভূত ভাবে তাদের ওই ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলি থেকে ৬৫ কোটি টাকা জরিমানা হিসাবে কেটে নিয়েছে। এর প্রথমে বিরুদ্ধে আয়কর ট্রাইব্যুনালে আবেদন করছিল কংগ্রেস। ট্রাইব্যুনাল প্রাথমিকভাবে কংগ্রেসের সব অ্যাকাউন্ট খুলে দেওয়ার নির্দেশ দেয়। কিন্তু চূড়ান্ত রায় অনুযায়ী কংগ্রেসের ৭০ কোটির কর বকেয়া আছে, সেটা দিতেই হবে।