নদিয়া জেলার
গয়েশপুর পৌরসভার ১ নম্বর ওয়ার্ড ও ৮ নম্বর ওয়ার্ডের মাঝের প্রধান রাস্তার বেহাল
দশা দীর্ঘ ২ বছর যাবৎ। চলাচলে অযোগ্য, খানা-খন্দে
ভরা, মরণফাঁদে পরিণত হয়েছে এই রাস্তা। স্থানীয় পৌরসদস্য ও
পৌরসভা থেকে শুরু করে সংশ্লিষ্ট প্রশাসনে জানিও কোন লাভ হয়নি। এই এলাকায় প্রায়
৫ হাজার পরিবারের বসবাস। জীবনের ঝুঁকি নিয়েই বেহাল এই রাস্তা দিয়ে চলাচল করছে
স্থানীয় বাসিন্দারা। প্রতি মুহূর্তে ঘটছে দুর্ঘটনা। স্কুল পড়ুয়ারা এই রাস্তা
দিয়ে যেতে বড় সমস্যায় পড়ছে। সমস্যায় পড়েছেন ব্যবসায়ীরা। সংশ্লিষ্ট প্রশাসনে বারংবার জানিও কোন লাভ না হওয়ায়
অবশেষে বৃহস্পতিবার রাস্তা অবরোধ করেছেন স্থানীয় বাসিন্দারা। তাদের দাবি একটাই
অবিলম্বে রাস্তা সংস্কার হোক সাধারণ মানুষ যাতে স্বাভাবিকভাবে এই রাস্তা দিয়ে
চলাচল করতে পারেন।