কুলতলি বিধানসভার মেরিগঞ্জ, কুন্দখালি, গোপালগঞ্জ গ্রামের সংযোগস্থল ময়রারচক দ্বীপ প্রায় ১৩৫ টি পরিবারের বাস করে। এই দ্বীপে যাতায়াতের জন্য কোন রাস্তা ছিল না। সারা বছর জমির আল দিয়ে যাতায়াত করতে হত বাসিন্দাদের। বর্ষায় ভরসা ছিল ডিঙ্গি নৌকা। দীর্ঘ দিনের এলাকাবাসীর দাবি তাদের একটা স্থায়ী রাস্তার। অবশেষে পথশ্রী প্রকল্পে রাস্তার কাজ শুরু হয়েছে। ২.৫ কিলোমিটার ঢালাই রাস্তার কাজ শুরু হল। ১ কোটি ৩৪ লক্ষ টাকা ব্যয়ে তৈরি হচ্ছে এই রাস্তা । শুরু হয়েছে রাস্তার কাজ। জেসিবি দিয়ে রাস্তার মাটি কাটার কাজ চলছে। এক মাসের মধ্যেই এই রাস্তা সম্পূর্ণ হবে এমনটাই জানাচ্ছেন এলাকার বিধায়ক গণেশ চন্দ্র মন্ডল। রাস্তা তৈরীর কাজ শুরু হওয়ায় খুশি এলাকার মানুষজন। দ্বীপের ছাত্রছাত্রীরা বয়স্ক মানুষজন তারা জানাচ্ছেন অন্যান্য সময় জমির আল দিয়ে যাতায়াত করলেও বর্ষার প্রায় চার চার মাস তাদের বাড়িতেই থাকতে হতো। ছোট ছোট স্কুলের ছাত্রছাত্রীরা তারা স্কুল যেতে পারতেন না। এই রাস্তার তৈরির ফলে তাদের যা উপকার হচ্ছে তা বলার অপেক্ষা রাখে না।