আবার ভেঙ্গে পড়ল সামশেরগঞ্জ ব্লকের বাসুদেবপুর স্টেশন রোডের রেলগেট। বৃহস্পতিবার সকালে রেলগেট ভেঙে যাওয়ার ফলে ব্যাপক ভোগান্তিতে পড়তে হলো সাধারণ মানুষকে। দীর্ঘক্ষণ ধরে আটকে রইল মালগাড়ি । আর যা নিয়ে রীতিমতো ক্ষোভ প্রকাশ করেছেন সাধারণ মানুষ। জানা গিয়েছে, এদিন সকালে সামশেরগঞ্জের বাসুদেবপুর হল্ট স্টেশন সংলগ্ন রেলগেট পড়ার সময় টোটো পারাপার করতে গিয়ে টোটোর সঙ্গে ধাক্কায় ভেঙে যায় রেলগেটটি। রেলগেট ভেঙে যাওয়ার ফলে ব্যাহত হয় যান চলাচল। আটকে পরে মালগাড়ি । যদিও বেশ কিছুক্ষণ পর রেল দপ্তরের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছিয়ে রেলগেট মেরামতের কাজ শুরু করেন বাসুদেবপুরে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এক বছরের মধ্যে তিনবার ভেঙে পড়ল এই রেল গেটটি। একই রেলগেট বারবার কেন ভাঙছে। স্বাভাবিক কারণেই রেলগেটের মান নিয়েও প্রশ্ন তুলেছেন তারা।