অসমের কামরূপ জেলা থেকে কুখ্যাত গন্ডার শিকারি
রিকোচ নার্জিনারীকে গ্রেফতার করল বনদফতর। বৃহস্পতিবার তাকে আলিপুরদুয়ার আদালতে তোলা হয়েছে। জানা গিয়েছে ২০১৪ সাল থেকে জলদাপাড়া
জাতীয় উদ্যান সহ একাধিক বনাঞ্চলে গন্ডার শিকার করেছে রিকোচ। অবশেষে তাকে গ্রেফতার
করেছে বন দপ্তর। জানা গিয়েছে ১৯ মার্চ অসমের কামরূপ জেলা থেকে
রিকোচকে গ্রেপ্তার করা হয়। পুলিশ বন দপ্তরের যৌথ অভিযানে তাকে গ্রেফতার করা হয়। অবশেষে তাকে হেপাজতে নিল জলদাপাড়া জাতীয় উদ্যান কর্তৃপক্ষ। তাকে
হেফাজতে নিয়ে আলিপুরদুয়ার আদালতে তুলেছে বন দপ্তর।
জলদাপাড়া জাতীয় উদ্যানের ডিএফও
পারভিন কাশোয়ান বলেন, “ গণ্ডার শিকার চিন্তার বিষয়। খবর পেয়েই আমরা আসামীকে ধরতে তৎপর
হই। এবার সে ধরা পড়েছে। আমরা কোন বন্য জন্তুর শিকার বর্দাস্ত করব না। ১৯ মার্চ যৌথ
অভিযানে এই অভিযুক্তকে ধরা হয়। ২০১৪ থেকে ওই ব্যক্তি বন্য প্রাণীর শিকারের সঙ্গে যুক্ত।
আন্তর্জাতিক অপরাধীদের সঙ্গে যোগসাজেশ রেখে কাজ করছিল। ও বন্দুক জোগাড় করা, মৃত পশুকে
পাচার করার কাজের সঙ্গে যুক্ত। এককথায় যাকে মাস্টারমাইন্ড বলে। ওর সঙ্গে ২০১৯ সাল সহ
বিভিন্ন মামলায় ওয়ারেন্ট ছিল। ও মোবাইল পরিচয় বদল করে বহু জায়গায় অস্থায়ী ভাবে থাকত।
ওকে ধরা কঠিন কাজ ছিল। তবে পুলিশের সহযোগিতায় ওকে ধরা হয়েছে। যারা প্রাণী শিকারের সঙ্গে
যুক্ত সকলকে আইনের আওতায় আনা হবে”।