নিউজ ডেস্ক : সিএএ আতঙ্কে আত্মহত্যা। সিএএ আতঙ্কে চরম সিদ্ধান্ত নিলেন কলকাতার নেতাজিনগরের বাসিন্দা দেবাশিস সেনগুপ্ত। ঘটনার পর তাকে সোনারপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন।
এ প্রসঙ্গে মৃতের পরিবারের সদস্যরা স্পষ্ট করেছেন যে, CAA এবং NRC-এর জন্য এবং তার নাগরিকত্ব প্রত্যাহার করা নিয়ে ৩১ বছর বয়সী ওই ব্যাক্তি ঘন ঘন আতঙ্কিত হয়ে পড়ছিলেন।
উল্লেখ্য দেশে সম্প্রতি কার্যকর হয়েছে সিএএ। এই সিএএ এর হাত ধরে দেশে জারি করা হবে এনআরসি। বৈধ নথি না থাকলে যেতে হবে ডিটেনশন ক্যাম্পে। এমন আতঙ্ক রয়েছে অনেকের মধ্যেই। এবার সেই আতঙ্কেই চরম সিদ্ধান্ত নিলেন কলকাতার এই ব্যক্তি।
ঘটনার খবর পেয়েই অভিষেক বন্দ্যোপাধ্যায় এর নির্দেশে ওই ব্যাক্তির বাড়ির উদ্দেশ্যে যাচ্ছে পাঁচ সদস্যের প্রতিনিধি দল।
দলে রয়েছেন নাদিমুল হক, শশী পাঁজা,কুনাল ঘোষ, সায়নী ঘোষ ও অরূপ চক্রবর্তী। যদিও সিএএ আতঙ্কেই তিনি আত্মহত্যা করেছেন নাকি এর পেছনে লুকিয়ে অন্য রহস্য তা নিয়ে সন্দেহ রয়েই যাচ্ছে।