বৃহস্পতিবার বলাগড়ের ডুমুরদহ নিত্যানন্দপুরের
ঝেরো মালপাড়ায় হরিসভায় যোগ দেন।সেখানে হরিনামে করেন গ্রামবাসীদের সঙ্গে।এরপর
বলাগড়ের চরকৃষ্ণবাটিতে সোলেমান সাধুর আশ্রমে গিয়ে পুজো দেন।শিশুদের ভোগ পরিবেশন
করেন। লকেট বলেন,আমি ঘুরছি প্রচুর মানুষের আশীর্বাদ পাচ্ছি
বিশেষ করে মহিলাদের।তারা রাস্তায় বেরিয়ে আসছেন সন্দেশখালীর ঘটনা তাদের নাড়িয়ে
দিয়েছে। কোন উন্নয়ন হয়নি একমাত্র ভরসা নরেন্দ্র মোদি।দুর্নীতির ইসু পুরো বাংলাকে
নাড়িয়ে দিয়েছে তাই মানুষ বিকল্প চাইছে। নিয়োগ দুর্নীতিতে বলাগড়ের নেতারা জেলে
রয়েছে।বলাগর দুর্নীতির হাবে পরিণত হয়েছে।