নিউজ ডেস্ক : লোকসভা ভোটের মুখে আবগারি দুর্নীতি মামলায় ইডির হাতে গ্রেপ্তার হলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের (Arvind Kejriwal) গ্রেফতারির প্রতিবাদে শুক্রবার দেশজোড়া প্রতিবাদে নামছে আপ। বিজেপির বিরুদ্ধে পথে নামছে কেজরিওয়ালের দল, এমনই ঘোষণা করেছেন দলীয় নেতা গোপাল রাই।
জানা গেছে, বৃহস্পতিবার রাতে তাঁর বাড়িতে হানা দেয় ইডি। বাজেয়াপ্ত করা হয় তাঁর ফোনও।
আবগারি দুর্নীতিতে গত বছরের নভেম্বর থেকে শুরু করে মোট নবার তলব করা হয়েছে দিল্লির মুখ্যমন্ত্রীকে। প্রতিবারই তিনি তা এড়িয়ে গিয়েছেন। অবশেষে বৃহস্পতিবার সন্ধ্যায় তাঁর বাড়িতে সার্চ ওয়ারেন্ট নিয়ে হাজির হন তদন্তকারী আধিকারিকরা।
এদিকে আপের তরফে জানানো হয়েছে, কেজরিওয়ালকে গ্রেপ্তার করা হলেও দিল্লির মুখ্যমন্ত্রীর পদ থেকে তাঁকে সরাবে না দল। গ্রেফতার হলেও মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেবেন না অরবিন্দ। জেল থেকেই চালাবেন সরকার, এমনটাই জানিয়েছে তার দল। ইডি কর্মকর্তা জানিয়েছেন অরবিন্দ কেজরিওয়ালকে শুক্রবার একটি বিশেষ PMLA আদালতে পেশ করা হবে।
উল্লেখ্য আবগারি মামলায় এখনও পর্যন্ত ১৫ জন গ্রেফতার হয়েছে। কদিন আগে গ্রেপ্তার হয়েছিলেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। এবার গ্রেপ্তার হলেন দিল্লির মুখ্যমন্ত্রী।আবগারি সংক্রান্ত মামলায় তাঁর বিরুদ্ধে যাতে কোনও কঠোর পদক্ষেপ না করা হয়, সেজন্য হাইকোর্টে আগেই আবেদন জানিয়েছিলেন অরবিন্দ কেজরিওয়াল। সেই আবেদন নাকচ করে দেয় আদালত। শেষ পর্যন্ত গ্রেফতার হন আপ নেতা। তবে জানা গেছে অরবিন্দ কেজরিওয়ালের গ্রেফতারির পর আবগারি মামলায় সুপ্রিম কোর্টে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে আম আদমি পার্টি।
অন্যদিকে কেজরিওয়ালের গ্রেফতারের তীব্র নিন্দা জানিয়েছেন তৃণমূল নেতা ডেরেক ও ব্রায়েন। পাশাপাশি কেজরিওয়ালের গ্রেফতারে সরব প্রিয়াঙ্কা গান্ধী। এক্স হ্যান্ডেলে পোস্ট করে সরব হন প্রিয়াঙ্কা।