নিউজ ডেস্ক: রাজ্যে আরও এক মন্ত্রীর বাড়িতে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED) হানা। শুক্রবার সকার থেকেই বোলপুর, চেতলা,বিরাটি সহ লেকটাউনে শুরু হয়েছে ইডির তল্লাশি। ইডির স্ক্যানারে এবার রাজ্যের ক্ষুদ্র ও মাঝারি শিল্প দপ্তরের মন্ত্রী। মন্ত্রী চন্দ্রনাথ সিনহার বোলপুরের বাড়িতে ইডি হানা। তিনটি গাড়ি করে মন্ত্রীর বাড়িতে পৌঁছোন ইডি আধিকারিকরা।
তবে জানা গেছে বোলপুরের নিচু পট্টির বাড়িতে নেই মন্ত্রী। সূত্র মারফত জানা যাচ্ছে মুরারইয়ে গ্রামের বাড়িতে রয়েছেন চন্দ্রনাথ সিনহা। তাই বর্তমানে বোলপুরে মন্ত্রীর স্ত্রী ও দুই পুত্রকে জিজ্ঞাসাবাদ করছে ইডির আধিকারিকরা। শিক্ষায় নিয়োগ দুর্নীতি মামলায় চলছে ইডির তল্লাশি। কেন্দ্রীয় বাহিনী দিয়ে বাড়ি ঘিরে তল্লাশি অভিযান চালাচ্ছে ইডি।