নিউজ ডেস্ক : শুক্রবার সকালেই ভূটানের পথে রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভুটান যাওয়ার পথে, প্রধানমন্ত্রী বলেন,”আমি ভারত-ভুটান অংশীদারিত্বকে আরও দৃঢ় করার লক্ষ্যে বিভিন্ন কর্মসূচিতে যোগ দেব। আমি ভুটানের রাজা মহামান্য, চতুর্থ দ্রুক গ্যালপো জিগমে খেসর নামগ্যাল ওয়াংচুক এবং প্রধানমন্ত্রী শেরিং টোবগে-এর সাথে আলোচনার অপেক্ষায় রয়েছি”।