সুপ্রিম কোর্ট থেকে জামিনের আবেদন প্রত্যাহার কেজরিওয়ালের। গতকাল রাতেই আবগারি দুর্নীতি মামলায় দিল্লির মুখ্যমন্ত্রী আরবিন্দ কেজরিওয়ালকে গ্রেফতার করে ইডি। নিম্ন আদালতে মামলার শুনানি হবে, সেজন্য আবেদন প্রত্যাহার দিল্লির মুখ্যমন্ত্রীর।
অন্যদিকে দিল্লির মুখ্যমন্ত্রী গ্রেফতারে কলকাতায় বিক্ষোভ আপ সমর্থনকারীদের। মুরলীধর সেন লেনে বিজেপি অফিসের সামনে বিক্ষোভ। দিল্লিতেও আম আদমি পার্টির বিক্ষোভে ধুন্ধুমার পরিস্থিতি।