ফুড ডেলিভারি
অ্যাপ জোম্যাটোর মালিক দিপিনদর গোয়ল (Deepinder Goyal) মডেল গ্রেসিয়া ম্যুনোজকে
(Grecia Munoz) বিয়ে করলেন।ম্যুনোজ এবং দিপেন্দর ফেব্রুয়ারি মাসে হানিমুন থেকে দেশে ফেরত এসেছিলেন। তাঁরা দুজনেই এই বিয়েকে গোপন রাখতে চেয়েছিলেন। কিন্তু
কেন এই গোপনীয়তা জানা যায়নি।
মডেলের ইনস্টাগ্রাম যে তথ্য শেয়ার করেছেন সে অনুসারে, তিনি ভারতে নিজের
বাড়িতে ফিরে এসেছেন। গুরুগ্রামের বাসিন্দা ৪১ বছর বয়সেই দিপেন্দর কনসালটেন্সি ফার্ম বেন এন্ড কোম্পানিতে চাকরি করতেন। সেই চাকরি ২০০৮ সালে ছেড়ে দেওয়ার পর তিনি রেস্টুরেন্টের এন্ড ফুড
ডেলিভারি কোম্পানি শুরু করেন। যার প্রথমদিকে নাম ছিল ফুডিবে ডট কম। বেশ কয়েকজনকে সঙ্গে নিয়ে তিনি এই সংস্থা তৈরি করেন। পরে এর নাম হয় জোম্যাটো (zomato)। প্রসঙ্গত চলতি সপ্তাহে অ্যাপের পিওর ভেজ ভেজ মোড ও পিওর ভেজ ফ্লিট (Pure Veg Mode) চর্চায়
এসেছিল। একদিকে যাদের নিরামিষ পছন্দ এবং আমিষ নিরামিষ ছুঁতমার্গআছে
যাদের তাঁদের বিষয়টি পছন্দ হলেও সংস্থার অন্দরে বিষয়টি তোলপাড় আকার নেয়। কারণ শুধুমাত্র আলাদা নিরামিষ খাবার ডেলিভারি করার জন্য আলাদা কস্টিউম তৈরি করে
ডেলিভারি বয়দের বিরোধিতা মুখে পড়েছিল এই সংস্থা। যারা পিওর
ভেজ ফ্লিটে কাজ
করবেন তাদের সবুজ রঙের আলাদা পোশাক পড়তে হবে সংস্থা এই ফরমান জারি করেছে। সংস্থার তরফেই বহু
মানুষ এর বিরোধিতা করেন। তিন বছর আগে জোমটো ব্লকবাস্টার লিস্টিং এ আসার ফলে ভারতবর্ষের বেশ কয়েকজন প্রথম সারির
বড়লোকের মধ্যে নাম চলে আসে জোম্যাটো মালিকের। ব্লুমবার্গেরবিলিয়নেয়ার্স ইনডেক্স (Bloomberg) অনুসারে ৬৫০ মিলিয়ন ডলারের ভাগীদারি রয়েছে দিপেন্দারের। জানুয়ারিতে মনোজ দিল্লির বিখ্যাত স্থানগুলি
পরিদর্শন করেছিলেন এবং সেখানকার ছবিগুলি তার ইন্সটাগ্রাম অ্যাকাউন্টে শেয়ার করেছিলেন। ২০২২ সালে আমেরিকার
মেট্রোপলিটন ফ্যাশন উইকের জয়ী মেক্সিকোয় (Mexico) জন্ম নেওয়া গ্রেসিয়া ম্যুনোজের সঙ্গে তার এটি দ্বিতীয় বিয়ে।