তমলুকের তৃণমূলের প্রার্থী দেবাংশু। তিনি নাকি প্রাক্তন বিচারপতিকে
তার সিঁড়ির নীচে দেখতে পেলেন। না বাস্তবে তেমন কিছুই হয়নি। আসলে তমলুকে যাই বাড়িটি
ভাড়া নিয়ে থাকছেন তৃণমূল প্রার্থী সেই বাড়ির সিঁড়ির নীচে ঢুকে পড়েছিল একটি দাঁড়াশ সাপ।
সাপ দেখে মনে হচ্ছিল আতঙ্কিত দেবাংশু। বিষধর হোক না হোক সাপে ভয় সকলেই পান। দেবাংশু
বনদফতরকে ফোন করে তার নাগরিক কর্তব্য পালন করে ছবি ছাড়লেন সামাজিক মাধ্যমে। বললেন এটি নাকি বিজেপি পার্থী। বন্যপ্রাণীটিকে নিয়ে
দেবাংশুর চটুল মশকরায় সরব হয়েছেন নেটিজেনরা।