নিউজ ডেস্ক: ভারতবর্ষের প্রতিটি প্রান্তে ইসলামী শাসন থাকাকালীন বহু পুরনো ঐতিহ্যবাহী মঠ মন্দির ভেঙে মসজিদ তৈরি করা হয়েছে। বাবরি মসজিদ, জ্ঞানবাপির মসজিদের মতই কি ভোজশালায় মন্দির ভেঙে মসজিদ তৈরি করা হয়েছিল? জানতে শুরু হয়েছে সমীক্ষা।
মসজিদের জায়গায় নাকি ছিল প্রাচীন সরস্বতী মন্দির।
Tags: archaeological survey of indiaDhar Bhojshala Saraswati Mandir