নিউজ ডেস্ক : টানা ৩ দিন পেরিয়ে গেলেও মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাইয়ের বাড়িতে এখনও তল্লাশি চালাচ্ছে আয়কর দফতরের কর্তারা। বুধবার সাত সকালে রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ বিশ্বাসের বাড়িতে আচমকা হানা দিয়েছিলেন আয়কর দফতরের কর্তারা। তারপর দু দিন কেটে গেছে। কিন্তু শুক্রবার সকালেও দেখা গেছে স্বরূপবাবুর বাড়িতে রয়েছেন আয়কর আধিকারিকরা।
সূত্রের খবর, বুধবার থেকেই দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে স্বরূপ বিশ্বাসকে, তাঁর পরিবারের সদস্যদেরও। প্রথম দিন জানা গিয়েছিল, ট্যাক্সের বিভিন্ন নথি ঘেঁটে দেখেন আধিকারিকরা। আপাতত টানা তল্লাশিতে বেশ কয়েকটি মোবাইল ফোন আয়কর দফতরের অফিসাররা বাজেয়াপ্ত করেছেন বলে খবর মিলেছে।তবে দীর্ঘ তল্লাশি এবং জিজ্ঞাসাবাদে তদন্তকারী আধিকারিকরা আর কী খুঁজে পেয়েছেন, তা এখনও সঠিক ভাবে জানা যায়নি।
জানা গেছে, স্বরূপ বিশ্বাসের স্ত্রী জুঁই বিশ্বাসের সঙ্গেও কথা বলছেন আয়কর আধিকারিকরা। প্রাথমিকভাবে জানতে পারা গিয়েছে, মন্ত্রীর ভাইয়ের বাড়ি থেকে বেশ কিছু নথিপত্র উদ্ধার হয়েছে। আয়কর ফাঁকি এবং আয় বহির্ভূত সম্পত্তির অভিযোগ রয়েছে বলেও সূত্র মারফৎ খবর পাওয়া গেছে।