নিউজ ডেস্ক: নিয়োগ দুর্নীতি সংক্রান্ত মামলার রাজ্যের মুখ্য সচিবকে নোটিশ দিল কলকাতা হাইকোর্ট। নিয়োগ দুর্নীতি কান্ডের জামিন সংক্রান্ত মামলায় মুখ্য সচিবকে নোটিশ দেওয়া হয়েছে। এই দুর্নীতিতে অভিযুক্ত সরকারি আধিকারিকদের বিরুদ্ধে তদন্ত প্রক্রিয়া শুরুর জন্য যে চূড়ান্ত অনুমোদনের প্রয়োজন হয় তা দিতে কত সময় লাগবে জানতে চেয়ে রাজ্যের মুখ্য সচিবকে নোটিশ দিল কলকাতা হাইকোর্ট।
হাইকোর্টে তরফ থেকে মুখ্য সচিবকে নোটিশ ইস্যু করায় ফের মুখ পুড়ল রাজ্য প্রশাসনের। তদন্তে প্রক্রিয়া ঢিলে করে দেওয়ার অভিযোগ উঠল মুখ্য সচিবের বিরুদ্ধে। বড় পদে থাকা সরকারি আধিকারিকদের বিরুদ্ধে বিচার প্রক্রিয়া শুরু করার জন্য অনুমোদন প্রয়োজন মুখ্য সচিবের। সেই অনুমোদন দিতে মুখ্য সচিব গড়িমসি করছেন বলে অভিযোগ তদন্তকারী সংস্থার। বড় আমলা সহ সরকারি আধিকারিকদের বিরুদ্ধে বিচার প্রক্রিয়া শুরু করতে গেলে রাজ্যের অনুমোদন নেওয়ার দীর্ঘদিনের একটি রীতি রয়েছে। সেই রীতি ভাঙতে চায়না কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা কিংবা কলকাতা হাইকোর্ট।
সিবিআই সূত্রে খবর ২০২২ সালের ডিসেম্বর মাস নাগাদ তারা এই সংক্রান্ত আবেদন করেছিলেন। কিন্তু বছর ঘুরে গেলেও সরকারের তরফ থেকে কোন চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। এর প্রেক্ষিতে মাননীয় বিচারপতি ৩ এপ্রিলের মধ্যে এই অনুমোদন সংক্রান্ত বিষয়ে কলকাতা হাইকোর্টের রিপোর্ট জমা দিতে বলেছেন রাজ্যের মুখ্য সচিবকে। একই সঙ্গে বিচারকের মন্তব্য উচ্চ পর্যায়ের প্রতিষ্ঠানে দুর্নীতির অভিযোগ উঠলে আইন এবং জনগণের বিশ্বাসের উপর ভয়ংকর প্রভাব ফেলে।