নিউজ ডেস্ক : সামনেই দোল। তবে ভরা বসন্তেও আবহাওয়ার খামখেয়ালিপনা জারি। দিন কয়েক জেলায়-জেলায় দুর্যোগ চলেছে। আগামী সপ্তাহে ফের ঝড়-বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে। পাশাপাশি উত্তরবঙ্গে আরও সপ্তাহখানেক বৃষ্টি চলবে।
রবিবার ভারী বৃষ্টির আশঙ্কা উত্তরের তিন জেলায়। এমনটাই জানিয়েছে আবহাওয়া দফতর ৷উত্তরবঙ্গে শনিবার ভারী বৃষ্টির সম্ভাবনা জলপাইগুড়ি,কোচবিহার ও আলিপুরদুয়ার জেলায়।। হালকা ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি হতে পারে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে। বৃষ্টি চলবে দুই দিনাজপুরেও। আপাতত দোলের পরের দিন অর্থাৎ ২৬ মার্চ পর্যন্ত উত্তরবঙ্গের (North Bengal) একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এই বৃষ্টির হাত ধরেই উত্তরবঙ্গের জেলাগুলিতে পারদ কিছুটা নেমে যেতে পারে।
পাশাপাশি দক্ষিণবঙ্গে শনিবার ও রবিবার মূলত শুষ্ক আবহাওয়া। দিন ও রাতের তাপমাত্রা বেশ কিছুটা বাড়বে। সোমবার দু-এক জেলায় বিক্ষিপ্তভাবে সামান্য বৃষ্টি হতে পারে। মঙ্গলবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই ঝড়-বৃষ্টির পূর্বাভাস রয়েছে। স্থানীয়ভাবে দু-এক জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে বিকেল ও সন্ধ্যার দিকে। মঙ্গলবার বৃষ্টির পরিমাণ বাড়বে।(Dol Purnima) দোলের দিন বীরভূম, নদিয়া ও মুর্শিদাবাদের কোনও কোনও অংশে হালকা বৃষ্টি হতে পারে। তবে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা খুবই ক্ষীণ।
অন্যদিকে কলকাতাতেও ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে মঙ্গলবার। শনিবার সকালে কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ২১.৮ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিক তাপমাত্রার থেকে যা ২ ডিগ্রি সেলসিয়াস কম। গতকাল, শুক্রবার বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮.৮ ডিগ্রি। আগামী ২৪ ঘণ্টায় কলকাতা শহরে তাপমাত্রা থাকবে ২২ থেকে ৩১ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। তবে আগামিকাল ও এমনকী দোলের দিনেও শহরে বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে। আগামী বুধবারের পর কলকাতায় ফের একবার আবহাওয়ার বদল চোখে পড়তে পারে।