নিউজ ডেস্ক: সন্দেশখালিতে তিন বিজেপি কর্মী খুনের মামলায় পুলিশের ভূমিকায় প্রশ্ন তুলল কলকাতা হাই কোর্ট। অভিযোগ, খুনের মামলায় পুলিশের চার্জশিট থেকে শেখ শাহজাহান সহ তাঁর ঘনিষ্ঠদের অব্যাহতি দেওয়া হয়েছে। শুক্রবার এর কারণ জানতে চেয়েই অসন্তোষ প্রকাশ করেন বিচারপতি জয় সেনগুপ্ত।
১ এপ্রিল এর লিখিত বক্তব্য দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত।
এদিকে, সন্দেশখালিতে অশান্তির ঘটনায় শেখ শাহজাহান ও তাঁর ভাই শেখ আলমগীর সহ শাজাহান ঘনিষ্ট জিয়াউদ্দিন মোল্লা, ফারুক আকুঞ্জী, মাহফুজার মোল্লা, দিদার বক্স মোল্লা সহ নয়জনকে শুক্রবার বসিরহাট আদালতে তোলা হয়। তার প্রেক্ষিতে শেখ শাহাজান, মেহবুর মোল্লা, সুকমল সরদার কে ৬ দিনের সিবিআই হেফাজত, বাকি দিদার বক্স মোল্লা ও জিয়াউদ্দিন মোল্লাকে ৪ দিন এবং মাফুজার মোল্লা ও শেখ আলমগীরকে ৯ দিনের সিবিআই হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। পাশাপাশি, ফারুক আকুঞ্জি ও সিরাজুল মোল্লাকে ৬ দিনের জেলে হেফাজতের নির্দেশ দেয় বসিরহাট আদালত।
প্রসঙ্গত, ২০১৯ সালে ৬ জুন সন্দেশখালিতে ৩ বিজেপি কর্মীকে খুনের অভিযোগ উঠেছিল। সেই ঘটনাতেও শেখ শাহজাহানের বিরুদ্ধে অভিযোগ উঠেছিল। কিন্তু সেই ঘটনায় পুলিশের চার্জশিটে শেখ শাহজাহান সহ বাকিদের অব্যাহতি দেওয়া হয়েছিল বলে অভিযোগ। পরে শাহজাহান জামিন পেয়ে যান। ওই চার্জশিটকে চ্যালেঞ্জ করে হাই কোর্টে মামলা দায়ের করে মৃত বিজেপি কর্মীদের পরিবার।
এদিন মামলায় পরিবারের আইনজীবী বিল্বদল ভট্টাচার্য বলেন, “অনেক দিন সময় নিয়েছে রাজ্য। আর সময় দেওয়া যায় না। প্রত্যক্ষদর্শী শাহাজাহানের নাম নিয়েছে। তারপরেও নাম বাদ দেওয়া হয়েছে তাঁর।” যদিও রাজ্যের দাবি, “চার্জশীট জমা পড়েছে। তবে চার্জ ফ্রেম হয়নি এখনও।” এনিয়ে রাজ্য পাল্টা হলফনামা জমা দেওয়ার জন্য সময় চায়।