নিউজ ডেস্ক: নিউ টাউনের কাছে রহস্যময় ট্রলি ব্যাগ উদ্ধার। ট্রলি ব্যাগ থেকে উদ্ধার রক্তাক্ত দেহ। নিউটাউনের কারিগরি ভবনের পিছনে জলাশয়ের পাশ থেকে উদ্ধার হল রক্তাক্ত ট্রলি ব্যাগ। ঘটনা নজরে আসতেই পুলিশে খবর দেওয়া হয়। খবর পেয়েই ঘটনাস্থলে যায় টেকনো সিটি থানা ও পোলেরহাট থানার পুলিশ।
প্রাথমিক তদন্তে মনে করা হচ্ছে অন্যত্র খুন করে দেহ এখানে ফেলে যাওয়া হয়েছে। কে বা কারা ঐ ট্রলি রেখে পালালো ইতিমধ্যেই তার তদন্তে নেমেছে পুলিশ। রাস্তার পাশে একটি ট্রলি ব্যাগ থেকে রক্তাক্ত দেহ উদ্ধারে স্বাভাবিকভাবেই আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। দেহ উদ্ধারের পর পুলিশের উচ্চ পদস্থ আধিকারিকেরা ঘটনাস্থল পরিদর্শনে যান। সেখান থেকে তথ্যপ্রমাণ সংগ্রহ করা হয়। ঘটনার সত্যতা জানতে রাস্তার সিসিটিভিও খতিয়ে দেখছে পুলিশ।
জানা গেছে ট্রলি ব্যাগটি তালাবন্ধ অবস্থায় রাস্তার ধারের নালায় ফেলে দেওয়া হয়েছিল। শনিবার সকালে তা দেখতে পান স্থানীয় কর্মীরা। ব্যাগের ভিতর থেকে রক্ত চুঁইয়ে পড়ছিল বলে জানান তাঁরা। এর পরেই পুলিশে খবর দেওয়া হয়। পুলিশ এসে ঘটনাস্থল থেকে উদ্ধার করে প্রৌঢ়ের দেহ। ব্যাগের ভিতর দেহটি ভরে নালায় ফেলে যাওয়া হয়েছিল বলে অভিযোগ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ব্যাগের ভিতর প্রৌঢ়ের দেহের সম্পূর্ণ অংশই ছিল। তাঁর মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। সেখান থেকেই রক্ত বেরোচ্ছিল। তবে ওই প্রৌঢ়ের পরিচয় এখনও জানা যায়নি।