নিউজ ডেস্ক: রাশিয়ার রাজধানী মস্কোয় ভয়াবহ জঙ্গি হামলা। মস্কোর এক কনসার্ট হলে জঙ্গিদের এলোপাথাড়ি গুলিতে প্রান হারিয়েছে বহু মানুষ। এখনও পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬০। গুলিতে জখম হয়েছেন কমপক্ষে ১০০ জন। প্রায় ১৫ থেকে ২০ মিনিট ধরে চলে ওই হামলা। জঙ্গি হামলার খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ বাহিনী।
ঘটনার পরেই আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে চিকিৎসকেরা। তাই মৃতের সংখ্যা আরও বাড়ার সম্ভাবনা রয়েছে।
রুশ সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, রাজধানী মস্কোর অদূরে ক্রকাস সিটি হলে শুক্রবার সন্ধ্যায় সেনাবাহিনীর পোশাক পরে হানা দেয় পাঁচ জঙ্গি। কেউ কিছু বুঝে ওঠার আগেই বোমা ছুড়তে শুরু করে দেয়। ধোঁয়ার কুণ্ডলী ছেয়ে যায় গোটা হলজুড়ে। বিকট শব্দে গোটা এলাকা কেঁপে ওঠে। বোমাবাজির পরে এলোপাথাড়ি গুলি ছুড়তে শুরু করে। ওই গুলির বৃষ্টি থেকে বাঁচতে অনেকেই প্রাণভয়ে মাটিতে শুয়ে পড়েন। কেউ-কেউ হামাগুড়ি দিয়ে পালানোর চেষ্টা করেন। কিন্তু প্রাণ নিয়ে অনেকেই পালাতে পারেননি। গুলিবিদ্ধ হয়ে রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন।
যদিও এই বিষয়ে সরকারি ভাবে রুশ প্রশাসনের (Russia) তরফে কিছু জানা যায়নি। তবে ঘটনা ঘিরে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে। দেশজুড়ে আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। বর্তমানে রাশিয়া জুড়ে হাই অ্যালার্ট জারি করা হয়েছে। মোতায়েন করা হয়েছে বিশাল বাহিনীকে।