নিউজ ডেস্ক: কাটোয়া থেকে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভা থেকে ফেরার পথে দুর্ঘটনার কবলে পান্ডবেশ্বরগামী বাস। দুর্ঘটনায় তিন জন তৃণমূল কর্মী গুরুতর জখম। আশঙ্কাজনক অবস্থায় দুর্গাপুরের এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে তাদের।
তাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর। মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন ওই তৃণমূল কর্মী। ভেন্টিলেশনে রাখা হয়েছে তাঁকে। বাকি দুই তৃণমূল কর্মীকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে ওই হাসপাতাল থেকে।
দলীয় সূত্রে জানা গিয়েছে, সভার পর পান্ডবেশ্বরের দলীয় কর্মীদের নিয়ে বাসটি ইলামবাজার হয়ে ফিরছিল। ইলামবাজার ঢোকার মুখে একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় বাসটির। পাণ্ডবেশ্বরগামী ওই বাসটিতে প্রায় ৫০ জন তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থক ছিলেন। ভেন্টিলেশনে থাকা তৃণমূল কর্মীর নাম রামচন্দ্র পাসি। বয়স ৬৪। তাঁর মাথায় ও বুকে গুরুতর চোট লাগে। দুর্ঘটনার খবর পেয়েই হাসপাতালে আসেন মন্ত্রী প্রদীপ মজুমদার ও তৃণমূলের জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী। তাঁরা আহত কর্মীদের চিকিৎসা দেখভাল করেন।
জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী বলেন, “ঘটনাটি খুব দুর্ভাগ্যজনক। আমরা ওই গুরুতর জখম কর্মীকে হাসপাতালে ভর্তি করেছি এবং তার সুস্থতার বিষয়ে দল সম্পূর্ণ পাশে থাকবে।” ওই জখম কর্মী ও তাঁর পরিবারের পাশে থাকার আশ্বাস দেন মন্ত্রী প্রদীপ মজুমদারও।