নিউজ ডেস্ক: হুগলী জেলার বলাগরে বিজেপির বিজয় সংকল্প সভায় শুভেন্দু অধিকারী। সিএএ নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চ্যালেঞ্জ করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বিজেপি অনেক বছর থেকেই বলে আসছে যদি আমাদের সরকার কেন্দ্রে আসে আমরা শরণার্থীদের নাগরিকত্ব দেব।
এদিন শুভেন্দু অধিকারী চ্যালেঞ্জ করে বলেন যে,’ তৃণমূল সুপ্রিমো সংখ্যালঘু সম্প্রদায় মানুষকে ভুল বোঝাচ্ছেন। উনি বলছেন যে সিএএ লাগু হলে নাকি সংখ্যালঘু সম্প্রদায়ের নাগরিকত্ব চলে যাবে। আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি সি এ এ নাগরিকত্ব দেওয়ার জন্য এসেছে। কারণ নাগরিকত্ব কেড়ে নেওয়ার জন্য নয় যদি একটা ও মানুষের নাগরিক্ত যায় আমি শুভেন্দু অধিকারী রিজাইন দিয়ে সব পথ ছেড়ে দেবো। যদি মুখ্যমন্ত্রী সত্যি বলছেন তাহলে উনি চ্যালেঞ্জ দিয়ে বলুন যে উনি সত্যি মানুষকে বোঝাচ্ছেন। ‘
উল্লেখ্য লোকসভা নির্বাচনের মুখে সম্প্রতি CAA লাগু করেছে কেন্দ্র সরকার। বিজেপির তরফে বার বারই দাবি করা হয়েছে যে এর সঙ্গে এনআরসি-র কোনও সম্পর্ক নেই। তৃণমূল মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। যদিও সিএএ-র বিরোধিতায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় দাবি করেছেন, মানুষের অধিকার ছিনিয়ে নেওয়ার চেষ্টা হচ্ছে। এটা মানুষের অধিকার ছিনিয়ে নেওয়ার আইন, খুবই মারাত্মক।