নিউজ ডেস্ক: ৭১ ঘণ্টা তল্লাশির পর স্বরূপ বিশ্বাসকে তলব আয়কর দফতরের। চলতি সপ্তাহে আয়কর দফতরে ডাকা হয়েছে তৃণমূলনেতাকেকে। এটাই বোধহয় দীর্ঘতম তল্লাশি অভিযান। রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ বিশ্বাসের বাড়িতেই এই দীর্ঘ সময় ধরে তল্লাশি অভিযান চালাল আয়কর দফতর। তিন দিন পর অবশেষে শনিবার সকালে সেখান থেকে চলে গেলেন আয়কর দফতরের কর্তারা।
কিন্তু এই তিন দিন আয়কর দফতরের আধিকারিকরা ঠিক কী খোঁজ করলেন? প্রশ্নের উত্তরে স্বরূপ বিশ্বাস বলেন, “কী কারণে তল্লাশি, সে বিষয়ে কোনও কিছু জানানো হয়নি।” তবে তিনি বলেন, “যা যা দেখতে চেয়েছেন, জানতে চেয়েছেন সবকিছুতে সহযোগিতা করেছি। আমার বাড়ি থেকে কোনও টাকা, কোনও গয়না বা কোনও কাগজ বাজেয়াপ্ত হয়নি।”
প্রসঙ্গত, গত ২০ মার্চ মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ বিশ্বাসের বাড়িতে হানা দেন আয়কর আধিকারিকরা। নিউ আলিপুরের বাড়িতে চলতে থাকে টানা তল্লাশি। সূত্রের খবর, স্বরূপ বিশ্বাস ও তাঁর স্ত্রী জুঁই বিশ্বাসের বিরুদ্ধে আয়কর ফাঁকি দেওয়ার অভিযোগ রয়েছে। সে বিষয়ে খতিয়ে দেখতেই এই হানা।
গোটা ঘটনার পরিপ্রেক্ষিতে স্বরূপ বিশ্বাস জানান সম্পূর্ণ রাজনৈতিক চক্রান্ত। তিনি জানান, যেহেতু তৃণমূল দলটা তারা করেন তাই এরকম বাড়িতে বাড়িতে কখনও ইডি সিবিআই আয়কর দফতরকে পাঠিয়ে দেওয়া হচ্ছে। সম্পূর্ণ রাজনৈতিক চক্রান্ত শিকার তারা।