ভোট ময়দানে মোর্চা সুপ্রিমো। পাহাড়ে জমি ফিরে পেতে ভোট ময়দানে নামছেন গোর্খা জনমুক্তি মোর্চার সভাপতি বিমল গুরুং। দার্জিলিং লোকসভা আসনে প্রার্থী হচ্ছেন বিমল গুরুং। লোকসভা নির্বাচনে বিমল গুরুং প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন বলে পাহাড়ে গুঞ্জন ছড়িয়েছল আগেই। এবার সেকথাই সত্যি হল।