নিউজ ডেস্ক: সোম ও মঙ্গলবার, দোল এবং হোলির দিনে যাতে কোনও গোলমাল না হয় সে দিকে নজর রাখা হবে। দোল ও হোলির দিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কলকাতার রাস্তায় থাকবে অতিরিক্ত পুলিশ বাহিনী। বড় রাস্তার পাশাপাশি গলি রাস্তগুলোতেও নজরদারি চালানো হবে। যাতে কোনও রকম অশান্তির ঘটনা ঘটে।
এবার দোল-হোলির দিন শহরে তিন হাজার পুলিশ মোতায়েন থাকবে।
সকাল থেকেই রাস্তায় থাকবেন কলকাতা পুলিশের ২৬ জন ডিসি মর্যাদার কর্তা। তাঁদের অধীনে থাকবে পুলিশবাহিনী। থাকবে ৪৪টি করে টহলদার বাইক। এছাড়াও অ্যাসিস্ট্যান্ট কমিশনার পদমর্যাদা অফিসার, ইন্সপেক্টর পদমর্যাদা অফিসার, সাব- ইনস্পেকটর পদমর্যাদা অফিসার সহ থাকবে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায়। বিভিন্ন জায়গায় ৩৫০ টি পিকেট তৈরি করা হয়েছে।
পাশাপাশি সকালে ২৭টি ও রাতে ১৯টি এইচআরএফএস (HRFS), মহিলাদের নিরাপত্তার জন্য শহর থাকবে উইনার্স বাহিনী। প্রস্তুত রাখা হয়েছে পর্যাপ্ত পিসিআর ভ্যানও। শহরের বিভিন্ন ঘাটে এই ভ্যান নিয়ে নজরদারি চালানো হবে বলে পুলিশ সূত্রে খবর।
লালবাজারের তরফে নির্দেশ এসেছে, কোনও গোলমালের খবর পেলেই যাতে দ্রুত পুলিশ হাজির হতে পারে, সেদিকে থানাগুলিকে নজর দিতে হবে। কোনও গাড়ির ভিতর থেকে যাতে পথচারীদের লক্ষ্য করে রং না ছোড়া হয়, সেদিকে কড়া নজর থাকবে পুলিশের।
অন্যদিকে, রং খেলার পর স্নান করতে যাওয়ার সময় যাতে কোনো দুর্ঘটনা না ঘটে সেজন্য গঙ্গা ও বিভিন্ন সরোবর বা পুকুর ঘাট সহ মোট ৭০ টি ঘাটে মোতায়েন থাকবে পুলিশ বাহিনী। এর মধ্যে ৪৩ টি ঘাটে মোতায়েন থাকবে কলকাতা পুলিশের ডিজাস্টার ম্যানেজমেন্ট গ্রুপ।