রানাঘাট লোকসভা কেন্দ্রের বিজেপি মনোনীত
প্রার্থী বিদায়ী সাংসদ জগন্নাথ সরকারের প্রচারে বাধা।
অভিযোগের তীর তৃণমূলের দিকে। ভিডিওতে দেখা যাচ্ছে তৃণমূল কর্মীরা রীতিমত হেনস্থা
করছেব জগন্নাথ বাবুকে। রবিবার রানাঘাট লোকসভা কেন্দ্রের চাকদা থানার
অন্তর্গত শিমুরালি মালোপাড়ায় একটি ধর্মীয় অনুষ্ঠানে আসেন জগন্নাথ সরকার। কীর্তন
চলাকালীন সেখানেই তাকে প্রচারে বাঁধা দেওয়া হয় বলে অভিযোগ। অভিযোগ
এই ধর্মীয় অনুষ্ঠানে আসার পরেই হঠাৎ একদল তৃণমূল আশ্রিত দুষ্কৃতী দল তার দিকে তেড়ে আসে। তার উপর হামলা চালায়। আরও অভিযোগ তার এক
সহকর্মীকে মারধর করা হয় তার মোবাইল ফোন কেড়ে নিয়ে আছাড় মেরে ভেঙে ফেলা হয়।
এছাড়াও ওই বিজেপি কর্মীর গলার সোনার চেন ছিনতাই করার অভিযোগও
তোলেন সাংসদ। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন চাকদা বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক
বঙ্কিম ঘোষ। এরপর বিধায়ক ও সাংসদ দলীয় কর্মীদের নিয়ে চাকদা থানায় উপস্থিত হন। হামলাকারীদের বিরুদ্ধে চাকদা থানায় অভিযোগ দায়ের করেন তাঁরা।