নিউটাউনে মৃতদেহ উদ্ধারের ঘটনায় পটাশপুর থেকে
আটক তিন ব্যক্তি। আটক হওয়া ব্যক্তিদের মধ্যে একজনের নাম সৌম্যকান্তি জানা। বাড়ি
পূর্ব মেদিনীপুর জেলার এগরা শহর এলাকায়। পুলিশ সূত্রে খবর, শুক্রবার ভোররাতে বালিচক-পটাশপুর রাজ্য সড়কের পশ্চিম ও পূর্ব মেদিনীপুরের
বর্ডার কেলেঘাই ব্রিজ এলাকায় নাকা চেকিং করার সময় একটি অ্যাপ ক্যাপ গাড়িকে দেখে
সন্দেহ হয় পুলিশের। পুলিশ সুত্রে দাদি সেই
গাড়িতে রক্ত লেগেছিল। এরপরেই সেই গাড়ির মধ্যে থাকা ব্যক্তি সৌম্য কান্তি
জানা,গাড়ির চালক সহ আরো এক যাত্রীকে আটক করে পটাশপুর থানার
পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পারে অভিযুক্ত পালিয়ে আসার জন্য
গাড়িটিকে ভাড়া করে। সুবোধ সরকার নামের
এক ব্যাক্তিকে খুন করে পালিয়ে আসছিলো ।
পুলিশ সূত্রে আরও খবর, অভিযুক্তদের পটাশপুর থানায় নিয়ে আসা
হয়েছে। তবে ঘটনার তদন্তের জন্য পটাশপুর থানায় পৌঁছাল নিউটাউন থানার পুলিশ। এ
প্রসঙ্গে পুলিশের উচ্চপদস্থ আধিকারিক কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি।