ঝাড়গ্রাম
জেলার নয়াগ্ৰাম ব্লকের যুগিশোল এলাকায় রবিবার ভোরে প্রাতঃকৃত্য সারতে গিয়ে হাতির সামনে
পড়ে প্রাণ গেল এক ব্যক্তির। ওই ঘটনাকে কেন্দ্র করে যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে
ঝাড়গ্রাম জেলার নয়াগ্রাম ব্লকের যুগিশোল এলাকায়।স্থানীয় সূত্রে জানা গিয়েছে
মৃত ব্যক্তির নাম ভগন সরেন,তার বয়স ৪২ বছর,বাড়ি নয়াগ্ৰাম ব্লকের পূর্ব কয়াফুলিয়া গ্রামে। জানা গিয়েছে রবিবার
ভোরে ভগন সরেন স্থানীয় যুগিশোল জঙ্গল লাগোয়া এলাকায় প্রাতঃকৃত সারতে
গিয়েছিল।এমন সময় জঙ্গলে থাকা এক দল হাতির সামনে পড়ে যান ভগন বাবু। তখন একটি
হাতি পা দিয়ে পিষে মারে ওই ব্যক্তিকে। ওই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে বন
দফতর এর কর্মীরা তাকে উদ্ধার করে নয়াগ্রাম
সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করে।সেখানে চিকিৎসকরা তাকে দেখার পর
মৃত বলে ঘোষনা করে। যার ফলে হাতির হামলায় মৃত ব্যক্তির পরিবারে ও এলাকা জুড়ে
শোকের ছায়া নেমে আসে ।এর পর মৃত দেহ টি উদ্ধার করে নয়াগ্রাম থানার পুলিশ
ময়নাতদন্তের জন্য ঝাড়গ্রাম মেডিক্যাল কলেজ ও হাসপাতালের মর্গে পাঠায়। বন দফতরের
পক্ষ থেকে মৃত ব্যক্তির পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে। তবে
যেভাবে ওই এলাকায় হাতির দল দাপিয়ে বেড়াচ্ছে তাতে আরো প্রাণহানি ও ফসলের ক্ষতির
আশঙ্কা করছেন এলাকার বাসিন্দারা। বন দফতরের পক্ষ থেকে গ্রামবাসীদের সতর্ক থাকার
নির্দেশ দেওয়া হয়েছে। সেই সঙ্গে ঘটনাস্থলে রয়েছে বন দফতরের কর্মীরা। তা
সত্ত্বেও হাতির হামলার আশঙ্কায় যথেষ্ট আতঙ্কের মধ্যে রয়েছেন ওই এলাকার
বাসিন্দারা বলে গ্রামবাসীরা জানান।