জঙ্গলমহল উদ্যোগ ও আস্থা ওয়েলফেয়ার সোসাইটির
যৌথ উদ্যোগে রবিবার সকালবেলা প্রভাত ফেরীর মাধ্যমে ঝাড়গ্রাম শহরে শুরু হয়ে গেল
দুই দিন ব্যাপী বসন্ত হলুদ উৎসব – ২০২৪। রবিবারপ্রভাত ফেরি অনুষ্ঠানের শেষে ঝাড়গ্রাম
শহরের রবীন্দ্র পার্ক প্রাঙ্গণে অনুষ্ঠিত হল ছোট ছোট ছেলেমেয়েদের নিয়ে বসে আঁকার
প্রতিযোগিতা।ওই
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঝাড়গ্রাম জেলা পরিষদের সভাধিপতি চিন্ময়ী মারান্ডি,ঝাড়গ্রাম
পৌরসভার চেয়ারপার্সন কবিতা ঘোষ, ঝাড়গ্রাম
জেলা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান
জয়দীপ হোতা,ঝাড়গ্রাম পৌরসভার ১৮ নম্বর ওয়ার্ডের
কাউন্সিলর গৌতম মাহাত,১২
নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মানসী ঘোষ সহ
অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। রবিবার ও সোমবার ঝাড়গ্রাম শহরে রবীন্দ্র পার্কে
দুই দিনব্যাপী বসন্ত হলুদ উৎসবের আয়োজন করেছে ঝাড়গ্রাম জঙ্গলমহল উদ্যোগ ও আস্থা
ওয়েলফেয়ার সোসাইটি। দুইদিন ধরে নাচ গান সহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করেছে
বসন্ত হলুদ উৎসব এর আয়োজক কমিটি বলে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়।