বসন্ত এসে গেছে । দলের আগে চারিদিক রঙিন করে তুলতে নয়া উদ্যোগ রিষড়া বসন্ত উৎসব কমিটির।
বসন্তের রঙে চারিদিক রাঙিয়ে তুলতে প্রতিবছরই তাদের বিভিন্ন উদ্যোগ থাকে। এ বছর তারা ১৫ তম বর্ষে তাদের তাদের অভিনব ভাবনা আল্পনা। আজ থেকেই শুরু হয়ে যায় তাদের বিভিন্ন সংস্কৃতিক অনুষ্ঠান। আগামীকাল বর্ণাঢ্য শোভাযাত্রা রিষড়া শহর পরিক্রমা করার পাশাপাশি থাকবে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান । বাংলা ব্যান্ড থেকে শুরু করে বাউল ও বিভিন্ন কলাকুশলীরা নৃত্য পরিবেশন করবেন ।আজ বিকেলে আল্পনা প্রতিযোগিতার মধ্য দিয়ে তাদের বসন্ত উৎসবের সূচনা হলো। ৮ থেকে ৮০ প্রায় শতাধিক প্রতিযোগিতা অংশ নেয় এখানে । বসন্তে আল্পনায় রঙিন হয়ে ওঠে রিষড়ার পশ্চিমপাড়ের রাস্তাঘাট। রিষড়া ব্রহ্মানন্দ মাঠে এই অনুষ্ঠানে শামিল হন “লাল পাহাড়ির দেশে যা” গানের লেখক তথা বিখ্যাত কবি অরুণ চক্রবর্তী ।