নিউজ ডেস্ক : নিত্যযাত্রীদের জন্য আগাম সতর্কতা। দোল উপলক্ষ্যে একাধিক লোকাল ট্রেন বাতিল (Local Train Cancel) করেছে ভারতীয় রেল। সোমবার হাওড়া ও শিয়ালদহ মিলিয়ে প্রায় ৩০০-র কাছাকাছি ট্রেন বাতিল থাকবে-বিবৃতি দিয়ে জানিয়েছে পূর্ব রেল। রেলের তরফে জানানো হয়েছে যে দোলের দিন যাত্রীর সংখ্যা অত্যন্ত কম হয়। সেই পরিস্থিতিতে অতীতের মতো এবারও দোলের দিন শিয়ালদা মেন লাইনে একগুচ্ছে ট্রেন বাতিল করা হয়েছে। বিশেষত সকালের দিকের ট্রেনগুলি বাতিল করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে রেল কতৃপক্ষ।
দোলের দিনের পরিস্থিতি বিচার করে শিয়ালদহ ডিভিশনে ২৩৪টি লোকাল ট্রেন বাতিলের সিদ্ধান্ত নিয়েছে রেল। ৬৫টি লোকাল ট্রেন বাতিল থাকছে হাওড়া শাখায়। বাতিল ট্রেনের তালিকায় আছে শিয়ালদা-বর্ধমান লোকাল, শিয়ালদা-রানাঘাট লোকাল, শিয়ালদা-শান্তিপুর লোকাল, শিয়ালদা-ব্যারাকপুর লোকাল, শিয়ালদা-কৃষ্ণনগর সিটি জংশন লোকাল, শিয়ালদা-নৈহাটি লোকালের মতো শাখার লোকাল ট্রেন।
তবে ব্যক্তিগত প্রয়োজনে বাইরে বেরোতে হতেই পারে। ব্যবসার প্রয়োজনেও বহু মানুষ জেলা থেকে কলকাতায় আসেন। তাই এত ট্রেন একদিনে বাতিল হয়ে যাওয়ায় চরম দুর্ভোগে পড়তে পারেন যাত্রীরা। কোন কোন ট্রেন বাতিল হয়েছে সেই বাতিল হয়েছে তা না জানলে চরম সমস্যায় পড়তে পারেন৷ তাই বাড়ি থেকে বাইরে বেরনোর আগে আজ ট্রেনের তালিকা অবশ্যই দেখে নিন৷