নিউজ ডেস্ক: সামনেই লোকসভা নির্বাচন। এর আগে বাংলার জন্য প্রথম প্রার্থী তালিকা প্রকাশ করেছিল বিজেপি। এবার দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে বাংলার দ্বিতীয় দফার প্রার্থী তালিকা ঘোষণা করল বিজেপি। রবিবার রাতে দিল্লিতে বিজেপির সদর দফতর থেকেই ঘোষণা করা হল বাংলার ১৯টি আসনের প্রার্থীদের নাম।
এক ঝলকে দেখে নেওয়া যাক বাংলায় কোন আসনে বিজেপির প্রার্থী তালিকা কে-
রায়গঞ্জ : কার্তিক পাল
জঙ্গিপুর : ধনঞ্জয় ঘোষ
কৃষ্ণনগর: অমৃতা রায়
জলপাইগুড়ি : জয়ন্ত রায়
দার্জিলিং: রাজু বিস্তা
ব্যারাকপুর : অর্জুন সিংহ
দমদম: শিলভদ্র দত্ত
বারাসাত: স্বপন মজুমদার
মথুরাপুর : অশোক পুরকাইত
কলকাতা দক্ষিণ : দেবশ্রী চৌধুরী
কলকাতা উত্তর : তাপস রায়
উলুবেরিয়া: অরুণ উদয় পাল চৌধুরী
শ্রীরামপুর: কবীর শংকর বস
আরামবাগ: অরূপ কান্তি দিগার
তমলুক: অভিজিৎ গঙ্গোপাধ্যায়
মেদিনীপুর: অগ্নিমিত্রা পাল
বর্ধমান পূর্ব : অসীম কুমার সরকার
বর্ধমান দুর্গাপুর : দিলীপ ঘোষ
বসিরহাট : রেখা পাত্র
ঝাড়গ্রাম-আসানসোল-ডায়মন্ড হারবার-বীরভূমে এখনও প্রার্থী ঘোষণা করল না বিজেপি।
প্রসঙ্গত বিজেপির দ্বিতীয় প্রার্থী তালিকা ঘিরে নানা জল্পনার একটি ছিল বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে নিয়ে। বিজেপির প্রথম তালিকায় দিলীপের নাম না থাকায় প্রশ্ন উঠতে শুরু করেছিল, তাঁকে তাঁর পুরনো কেন্দ্র মেদিনীপুর থেকেই প্রার্থী করা হবে তো! দেখা গেল, দিলীপের সমর্থকদের সেই ‘আশঙ্কা’ও সত্যি হয়েছে। মেদিনীপুরে দিলীপের পুরনো কেন্দ্রে বিজেপি প্রার্থী করেছে আসানসোলের বিধায়ক অগ্নিমিত্রা পালকে। দিলীপকে প্রার্থী করা হয়েছে বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্র থেকে।