নিউজ ডেস্ক: সামনে লোকসভা ভোট। তার আগে দোল। বসন্ত উৎসব। রং নিয়েই প্রচারে প্রার্থীরা। উৎসব উদযাপনের সঙ্গেই চলছে ভোটের প্রচার। কেউ এক ইঞ্চিও জমি ছাড়তে নারাজ। কোনো ছুটির দিনও নষ্ট করতে চাইছেনা কেউ। ফলে রাজ্য জুড়ে প্রচারের ঝড় তুলছে বিভিন্ন দলের প্রার্থীরা।
প্রচারে বেড়িয়ে বিভিন্ন প্রার্থীরা বিভিন্ন চিত্র তুলে ধরছে পথে প্রান্তরে। রঙের ছোঁয়া বিজেপি প্রার্থী লকেটের প্রচারেও। রবিবার সিঙ্গুরে প্রচারে বেরিয়ে বসন্ত উৎসবে সামিল হলেন বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়। গ্রামের সাধারণ মহিলারা আবির নিয়ে তাঁকে অভ্যর্থনা জানাতে তিনিও পালট আবির মাখিয়ে তাদের সঙ্গে মেতে ওঠেন রঙের উৎসবে। এদিন সিঙ্গুরের বাগডাঙ্গা-ছিনামোড় পঞ্চায়েতের দাইপুকুর এলাকায় প্রচার চালান লকেট।
এর পাশাপাশি দলীয় নেতৃত্ব কর্মী সমর্থক বিধায়কের উপস্থিতিতে বর্ধমান উত্তর বিধানসভার হাট গোবিন্দপুরে জোরদার প্রচার করেন বর্ধমান দুর্গাপুর কেন্দ্রের তৃণমূল প্রার্থী কীর্তি আজাদ। প্রচারের শেষ লগ্নে দলীয় পতাকা হাতে বাজনার সঙ্গে তাল মিলিয়ে নাচতে দেখা গেল কীর্তি আজাদকে। একই সাথে মাদলও বাজালেন তিনি।
অন্যদিকে প্রচারে বেড়িয়েছেন তৃনমূলের অন্যান্য প্রার্থীরাও। শুধু বিজেপি বা তৃণমূল নয় প্রচারে বেড়িয়েছেন বাম প্রার্থীরাও। প্রার্থী ঘোষণার পর মুর্শিদাবাদের জলঙ্গিতে এই প্রথম নির্বাচনী প্রচারে মহঃ সেলিম । রবিবার মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের কমরেডদের নিয়ে রাস্তায় নামেন সিপিআইএম রাজ্য সম্পাদক তথা প্রার্থী মহঃ সেলিম।