নিউজ ডেস্ক: লোকসভা ভোটের পঞ্চম প্রার্থী তালিকা প্রকাশ করল বিজেপি। আর এই তালিকায় রয়েছে একাধিক চমক। লোকসভা নির্বাচনের জন্য ১১১ প্রার্থীর নাম প্রকাশ করল পদ্ম শিবির। উত্তরপ্রদেশ, বিহার, ওড়িশা, রাজস্থান, হরিয়ানা, মহারাষ্ট্র, পশ্চিমবঙ্গ, কেরল, কর্ণাটক, গোয়া, গুজরাত, হিমাচল প্রদেশ, ঝাড়খণ্ড, মিজোরাম, সিকিম, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গনার লোকসভা আসনের প্রার্থীদের নাম প্রকাশ করা হল।
বিজেপি মনোনীতদের মধ্যে নতুন যাঁরা যোগ দিয়েছেন, তাঁদের মধ্যে অন্যতম তারকাপ্রার্থী অভিনেত্রী, বলিউড ক্যুইন কঙ্গনা রানাউত। নিজের শহর, হিমাচল প্রদেশের মান্ডি থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন তিনি।
যদিও ‘বিজেপি টিকিট দিলে লোকসভা ভোটে লড়তে চাই’, একথা আগেই খোলাখুলি ঘোষণা করেছিলেন কঙ্গনা রানাউত। সেই ইচ্ছাই পূরণ হল এবার। বরাবর বিজেপির হয়ে সুর চড়ান তিনি। এবার গেরুয়া শিবিরের টিকিটে সরাসরি নির্বাচনী ময়দানে বলিউডের ‘ক্যুইন ’।
অন্যদিকে এই তালিকায় রয়েছে শিল্পপতি ও কংগ্রেসের প্রাক্তন সাংসদ নবীন জিন্দালের নামও।
বিশেষ বিষয় হল তিনি কংগ্রেস থেকে পদত্যাগ করে মাত্র এক ঘণ্টা আগে দলে যোগ দিয়েছেন। নবীন জিন্দালকে হরিয়ানার কুরুক্ষেত্র আসন থেকে প্রার্থী করা হয়েছে। এর পাশাপাশি টিভির রাম অরুণ গোভিলকেও নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতায় মাঠে নামিয়েছে বিজেপি। পিলিভীত থেকে বরুণ গান্ধীকে বাদ দিয়ে আসনটি প্রাক্তন কংগ্রেস নেতা জিতিন প্রসাদকে দেওয়া হয়েছিল।
সাহারানপুর থেকে রাঘব লখনপাল, মোরাদাবাদ থেকে সর্বেশ সিং, মিরাট থেকে অরুণ গোভিল, গাজিয়াবাদ থেকে অতুল গর্গ, আলিগড় থেকে সতীশ গৌতম, হাতরাস (এসসি) থেকে অনুপ বাল্মিকি, বাদাউন থেকে দুর্বিজয় সিং শাক্য, ছত্রপাল থেকে। বেরেলি থেকে সিং গাংওয়ার, পিলিভীত থেকে জিতিন প্রসাদ, সুলতানপুর থেকে মানেকা গান্ধী, কানপুর থেকে রমেশ অবস্থি, বারাবাঙ্কি (এসসি) থেকে রাজরানি রাওয়াত, বাহরাইচ (এসসি) থেকে অরবিন্দ গোন্ডকে প্রার্থী করা হয়েছে।