নিউজ ডেস্ক: বাংলার ৪ আসনের প্রার্থী তালিকা নিয়ে জট এখনো কাটেনি। বুধবার বাকি আসনের প্রার্থী তালিকা নিয়ে কেন্দ্রীয় নির্বাচন কমিটির বৈঠক বসবে। দীর্ঘ অপেক্ষার পরও অসম্পূর্ণ রইল বিজেপির প্রার্থী তালিকা। কারণ বাংলার দ্বিতীয় দফার প্রার্থী তালিকা বিজেপি ঘোষণা করলেও চারটি আসনে এখনও প্রার্থী দিতে পারেনি তারা।
প্রথম দফায় বাংলার ২০টি আসনে নাম ঘোষণা করেছিল বিজেপি। দ্বিতীয় দফাতে ১৯টি আসনেরই প্রার্থী ঘোষণা করা হয়েছে। রাজ্য বিজেপির দ্বিতীয় দফার প্রার্থী তালিকায় এবার ১৯ জনের নতুন মুখ দেখা গেছে । তবে এখনও যে সব আসনে বিজেপির প্রার্থী ঘোষণা হতে বাকি আছে সেগুলি হল- ডায়মন্ড হারবার, আসানসোল, ঝাড়গ্রাম এবং বীরভূম।
এর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য আসন হল ডায়মন্ডহারবার। অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায় এখনও প্রতিদ্বন্দ্বী পেলেন না। উল্লেখ্য শুধু বিজেপিই নয় ডায়মন্ড হারবার থেকে এখনও প্রার্থী ঘোষণা করেনি বাম বা কংগ্রেস কোনও দলই।
প্রসঙ্গত, রবিবার রাতে দিল্লিতে বিজেপির সদর দফতর থেকেই ঘোষণা করা হয়েছে বাংলার ১৯টি আসনের প্রার্থীদের নাম। প্রত্যাশা মতোই এই তালিকায় লোকসভা প্রার্থী হিসাবে নাম রয়েছে সদ্য তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়া তাপস রায় এবং অর্জুন সিংহের। রয়েছে কলকাতা হাই কোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নামও। দিলীপ ঘোষকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে মেদিনীপুর থেকে। বর্ধমান–দুর্গাপুর আসন থেকে প্রার্থী করা হয়েছে দিলীপকে। সেখানে তৃণমূল কংগ্রেস প্রার্থী কীর্তি আজাদ। আর মেদিনীপুরে পাঠানো হয় অগ্নিমিত্রা পালকে।
তবে বাংলার বাকি ৪ আসনে বিজেপির প্রার্থী কে হবেন তা সম্ভবত এপ্রিলের প্রথম সপ্তাতেই জানা যাবে। তবে এখনও অব্দি কানাঘুষো যা শোনা যাচ্ছে তাতে, ডায়মন্ড হারবারে হয়ত কোনো স্থানীয় যুবককে প্রার্থী করবে বিজেপি, আসানসোলে সেলেব্রিটি প্রার্থী হিসেবে নাম উঠে আসছে কৈলাস খের এর নাম অন্যদিকে ঝাড়গ্রামে প্রণথ টুডু এবং বীরভূমের হয়ে লড়বে এক্স আইপিএস দেবাশিস ধর- তবে এসবই এখন অনিশ্চিত।