প্রভাত ফেরি মধ্য দিয়ে সোমবার শুরু হয়েছিল বসন্ত উৎসব বা দোল উৎসব । প্রতিবছর দোল উৎসবের পরেরদিনও এক
রূপ মাধে হোলি উৎসবে মাতেন এলাকাবাসীরা । এবছর তাদের উৎসব পাঁচ
বছরে পদার্পণ করল । বসন্ত বরণের পাশাপাশি
হোলি উৎসব সারম্বরে পালিত হল নদীয়ার ভীমপুরে।
নাচে গানে আনন্দে মাতল ৮ থেকে ৮০ সকলেই। কথায় আছে ফুল ফুটুক আর না ফুটুক বসন্ত। উৎসব এসেছে । দোলের পরের দিন প্রথা মেনে হোলি উৎসব বসন্ত উৎসবকে মুখরিত
করে তুলেছে । আর সেই বসন্ত উৎসবকে কেন্দ্র করে হোলি উৎসব শুরু হয়ে গেছে। নদীয়ার বিভিন্ন প্রান্তের সঙ্গে ভীমপুরেও । নদীয়ার ভীমপুর থানার অন্তর্গত ভীমপুর
কদমখালী ময়দানে ওড়িশা বীজ ছবি ফুটে উঠল আমাদের ক্যামেরায় । এই হোলির উৎসবে,
বহু জায়গা থেকে মানুষের সমাগম হতে দেখা গেছে । হোলি উৎসবে সামিল
হয়েছে ছাত্র-ছাত্রী , অভিভাবক ও অভিভাবিকারাও। হোলি উৎসব যে
রঙের উৎসব তা আরো একবার প্রমাণ করে দিল বিভিন্ন ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল সম্প্রদায় কে মেলবন্ধনের
মাধ্যমে ।